ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল— এখানে প্রতিবেশী বলতে কাকে বোঝানো হয়েছে? প্রতিবেশীকে ধন্যবাদ দেওয়ার কারণ কী
“ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল”— এখানে প্রতিবেশী বলতে কাকে বোঝানো হয়েছে? প্রতিবেশীকে ধন্যবাদ দেওয়ার কারণ কী? |
লিও তলস্তয়ের ‘ইলিয়াস’ গল্পে প্রতিবেশী বলতে এখানে মহম্মদ শা-র কথা বলা হয়েছে।
ধন্যবাদ দেওয়ার কারণ
ইলিয়াস তার সমস্ত সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল। অবস্থা খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে তার শরীরের জোরও কমে গিয়েছিল। বড়ো ছেলে ও একমাত্র মেয়ে মারা যাওয়ায় এবং বিতাড়িত ছোটো ছেলে দূর দেশে থাকায় ইলিয়াসের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। এমতাবস্থায় ইলিয়াসের সহৃদয় প্রতিবেশী মহম্মদ শা তাদের কাজের বিনিময়ে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিল। চরম বিপদের সময় মহম্মদ শা-কে পাশে পেয়ে ইলিয়াস তাকে ধন্যবাদ দিয়েছিল।