“ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ; ”- কে, কেন এ কথা বলেছিল? |
মন্তব্যকারী
লিও তলস্তয়ের ইলিয়াস’ গল্পে ইলিয়াসের প্রতিবেশীরা এ কথা বলেছেন।
মন্তব্যের কারণ
পরশ্রীকাতরতা অধিকাংশ প্রতিবেশীর স্বাভাবিক প্রবৃত্তি। অন্যের উন্নতি দেখলেই তারা ষষ্ঠ রিপু অর্থাৎ ঈর্ষার অধীন হয়ে পড়েন। তাই স্বাভাবিকভাবেই ইলিয়াসের প্রভাব-প্রতিপত্তি দেখেও তার প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। তারা ইলিয়াসের কঠোর পরিশ্রমকে গুরুত্ব না দিয়ে একে ভাগ্যের দান বলে ভেবেছেন এবং ইলিয়াসকে চিহ্নিত করেছেন ভাগ্যবান পুরুষ হিসেবে।