ইলিয়াসের অথিতি বাৎসল্যের পরিচয় দাও |
ইলিয়াসের অতিথিবাৎসল্যের কথা বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যেসব অতিথি তার কাছে দেখা করতে আসে সে সকলকেই স্বাগত জানায়। উপযুক্ত ভোজ্য বা পানীয় দিয়ে তাদের আপ্যায়ন করে। অতিথি যে সময়েই আসুক না কেন কুমিস, চা, শরবত, মাংস সবসময়েই তাদের আতিথ্যের জন্য মজুত থাকত। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হত; সংখ্যায় বেশি হলে ঘোটকীও মারা হত।