ইয়ং ইতালি টিকা (Young Italy)

ইয়ং ইতালি টিকা
ইয়ং ইতালি টিকা

প্রথম জীবনে ইটালির মুক্তির উদ্দেশ্যে ম্যাৎসিনি কার্বোনারি দলে যোগদান করলেও এই দলের ধ্বংসাত্মক ও ষড়যন্ত্রমূলক কর্মপন্থা তাঁর পছন্দ ছিল না। ফলে তিনি ১৮৩২ খ্রিস্টাব্দে ‘ইয়ং ইটালি’ বা ‘নব্য ইটালি’ নামে একটি নতুন দল গঠন করেন।

ইয়ং ইটালি

ম্যাৎসিনি মনেপ্রাণে বিশ্বাস করতেন যে, দেশের যুবশক্তি এবং জনগণের সমবেত শক্তির মাধ্যমেই বহুবিভক্ত ইটালির জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। চল্লিশ বছর বয়স পর্যন্ত যে-কোনো ব্যক্তি এই দলের সদস্য হতে পারতেন।

আদর্শ

কার্বোনারির মতো গুপ্ত সমিতি হলেও ইয়ং ইটালি দল নাশকতামূলক কাজকর্মে বিশ্বাসী ছিল না। দলের আদর্শ ছিল শিক্ষাপ্রচার, আত্মত্যাগ ও জনসাধারণের মনে জাতীয়তাবাদের সঞ্চার করা। তাদের মূল মন্ত্র ছিল ‘ঈশ্বর, জনগণ ও ইটালি।’ 

জনপ্রিয়তা

খুব অল্প সময়ের মধ্যে ইটালিতে ইয়ং ইটালি দল বিপুল জনপ্রিয়তা লাভ করে। ইটালির বিভিন্ন জায়গায় এর শাখা প্রতিষ্ঠিত হয় এবং সদস্যসংখ্যা দাঁড়ায় প্রায় ৬০ হাজারের মতো। এই দলের সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন গ্যারিবল্ডি।

ইটালির ঐক্য আন্দোলনে ‘ইয়ং ইটালি’ দলের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। মূলত ম্যাৎসিনি এবং নব্য ইটালি দলের প্রভাবেই ইটালির ঐক্য আন্দোলন আঞ্চলিক সংকীর্ণতা অতিক্রম করে জাতীয় আন্দোলনের রূপ ধারণ করেছিল।

Leave a Comment