আমার দরকার শুধু গাছ দেখা -বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন – আজকের পর্বে আমার দরকার শুধু গাছ দেখা -বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন তা আলোচনা করা হল।
আমার দরকার শুধু গাছ দেখা -বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন
বক্তা
‘আমি দেখি’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা হলেন কবি শক্তি চট্টোপাধ্যায়।
গাছ দেখার প্রয়োজনীয়তা
গাছ মানুষের পরম আত্মীয়; ফল, ফুল, ঔষধি, অক্সিজেনের জোগানদাতা। কবি শক্তি চট্টোপাধ্যায় শহরের অরণ্য ধ্বংসের প্রতিকার চান। তিনি উপলব্ধি করেছেন শহরের গভীর অসুখ। কবিও এই নগরের রোগাক্রান্ত জনসমাজের একজন। তাঁর এই চাহিদা সর্বজনীন। শহরের এই ব্যাধির ক্রমমুক্তির একমাত্র উপায় গাছ। তাই কবি আদেশ দেন সমগ্র শহরবাসীকে- “গাছগুলো তুলে আনো, বাগানে বসাও।” কবি গাছ দেখতে চান। দূষিত নগরের মুমূর্ষু মানুষদের মধ্যেও যেন কবি দিয়ে যেতে চান সেই সবুজের প্রাণের ছোঁয়া।
আরও পড়ুন – সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা রচনা