আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া-ফুল,/নামুক মহুয়ার গন্ধ -‘আমার’ বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কী? |
উদ্দিষ্ট
সমর সেন রচিত ‘মহুয়ার দেশ’ কবিতা থেকে গৃহীত উদ্ধৃতাংশে ‘আমার’ বলতে কবির নিজের কথা বলা হয়েছে।
কামনার কারণ
কবি নগরজীবনের যন্ত্রণা থেকে মুক্তির আশায় মহুয়ার দেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছায়ায় আশ্রয় নিতে চান। শহরের ধোঁয়া, দূষণ কবিকে ক্লান্ত করে। এই ক্লান্তি থেকে মুক্তির একমাত্র উপায় প্রকৃতির সান্নিধ্যলাভ। মহুয়ার দেশে পথের দু-ধারে দেবদারুর দীর্ঘ ছায়া কবিকে মুগ্ধ করে। দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। মহুয়ার দেশের এই রোমান্টিক সৌন্দর্যে কবি আচ্ছন্ন হন। নগরজীবনের ব্যস্ততা আর অবসাদ কবিকে ব্যথিত করে। তাই সেই যন্ত্রণা থেকে মুক্তির আকাঙ্ক্ষায় কবি প্রকৃতির সান্নিধ্য পেতে চান বলে উদ্ধৃত বাক্যটি উচ্চারণ করেন।