আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?-কার লেখা, কোন্ কবিতার অংশ? এখানে উল্লিখিত ‘আমরা’ বলতে কারা? এরকম আশঙ্কার কারণ কী, তা কবিতাটি অবলম্বনে লেখো।

'আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?'-কার লেখা, কোন্ কবিতার অংশ? এখানে উল্লিখিত 'আমরা' বলতে কারা? এরকম আশঙ্কার কারণ কী, তা কবিতাটি অবলম্বনে লেখো
‘আমরাও তবে এইভাবে/এ-মুহূর্তে মরে যাব না কি?’-কার লেখা, কোন্ কবিতার অংশ? এখানে উল্লিখিত ‘আমরা’ বলতে কারা? এরকম আশঙ্কার কারণ কী, তা কবিতাটি অবলম্বনে লেখো। 
উদ্ধৃত পঙক্তিদুটি প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের লেখা ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতার একটি অংশ।

এখানে উল্লিখিত ‘আমরা’ আসলে কবির ভাবনায় সাধারণ মানুষের দল।

সাধারণ মানুষ বা আমরা আজকের দিনে বড়োই বিপন্ন। কেননা এখন ডাইনে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথার ওপরে বোমারু বিমান, কিংবা ‘পায়ে পায়ে হিমানীর বাঁধ’-এর মতো নানান ধরনের বিপদ আমাদের চারদিকে ওঁত পেতে আছে। এভাবেই দীর্ঘদিন ধরে পথ চলেছি আমরা। বর্তমানে বেড়েছে আরও বিপন্নতা। অভাব থেকে শুরু করে সাম্প্রদায়িকতার বিষবাষ্প, উঁচু শ্রেণির মানুষদের আক্রমণ, প্রাণ কেড়ে নেওয়ার যুদ্ধ ইত্যাদি আঘাত হানতে উদ্যত হয়ে আছে। চারদিকে দাপিয়ে বেড়াচ্ছে ধর্মোন্মাদ ও যুদ্ধোন্মাদরা। সুযোগ পেলে আঘাতও হানছে। এই অবস্থায়-

‘আমাদের পথ নেই কোনো।
আমাদের ঘর গেছে উড়ে’
নিরুপায় হয়ে নিরাপদ আশ্রয় খুঁজবার চেষ্টা করে তাই ব্যর্থ হচ্ছি আমরা। এসব বিপদের সঙ্গে লড়াই করতে না পেরে মারা যাচ্ছে আমাদের শিশুরাও। এসময়ে ঘুরে দাঁড়াতে না পারলে আমাদের এই মুহূর্তে মরে যেতে হবে। সাধারণ মানুষদের একজন হিসাবে কবি শঙ্খ ঘোষ এটা বুঝেছেন বলেই তিনি আমাদের মৃত্যুর আশঙ্কা করেছেন।

Leave a Comment