অভিজাত বিদ্রোহকে ফরাসি বিপ্লবের প্রথম পর্যায় বলা হয়। ফরাসি বিপ্লবের সূচনা করেছিল অভিজাতরা এবং শেষ পর্বে এতে যোগ দেয় কৃষক শ্রেণি। প্রথম পর্বে বুর্জোয়ারা ছিল মহাযোদ্ধা। এই কারণে সেতোব্রিয়াঁ বলেন ‘The Patricians began to Revolution and the Plebeians Completed it.’
অভিজাত বিদ্রোহের কারণ
অর্থসংকট
আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অর্থ সাহায্য ফরাসি রাজকোশকে শূন্য করে দিয়েছিল। ঋণের বোঝা বহুগুণ বৃদ্ধি পায়। এই অবস্থায় ষোড়শ লুই ও তাঁর অর্থমন্ত্রীরা আর্থিক সুযোগসুবিধার ওপর হস্তক্ষেপ করতে চাইলে অভিজাতরা রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
ক্যালোনের প্রস্তাব
অর্থমন্ত্রী ক্যালোন কর ব্যবস্থার অসঙ্গতি দূর করার জন্য তামাক ও লবণের ওপর একচেটিয়া সরকারি নিয়ন্ত্রণ স্থাপন ও সমহারে ভূমি কর ধার্য করেন। কিন্তু অভিজাত শ্রেণির বিরোধিতায় তাঁর সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়। কারণ অভিজাত শ্রেণি তাদের অধিকারগুলি হাতছাড়া করতে রাজি ছিলেন না।
ব্রিয়ার প্রস্তাব
ক্যালোনের পর নতুন অর্থমন্ত্রী ব্রিয়া অর্থনৈতিক সংস্কারের প্রস্তাবগুলি পার্লামেন্ট অব প্যারিসে পেশ করেন। কিন্তু প্যারিসের পার্লামেন্ট সংস্কারগুলি নাকচ করে দেয় এবং বলে যে, কর বসানোর অধিকার আছে একমাত্র স্টেটস্ জেনারেলের।
পার্লামেন্টের সদস্যদের নির্বাসন
পার্লামেন্টের কিছু সদস্যের আচরণে উত্যক্ত হয়ে রাজা নিজ ভ্রাতা অরলিয়েন্সের ডিউকসহ দুজন সদস্যকে নির্বাসিত করলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পার্লামেন্ট কয়েকটি মৌলিক আইন পাস করে- (১) করধার্যের অধিকার একমাত্র স্টেটস্ জেনারেলের বিনা বিচারে গ্রেপ্তার বেআইনি।
পার্লামেন্ট মুলতুবি এবং নতুন বিচারালয়
ক্ষুব্ধ রাজা সব কটি প্রাদেশিক পার্লামেন্টকে মুলতুবি করেন এবং ৪৫টি নতুন বিচারালয় স্থাপন করে প্রস্তাবিত সংস্কারগুলিকে আইনে পরিণত করেন।
অভিজাত বিদ্রোহের সূচনা
রাজার হঠকারী ৬ সিদ্ধান্তের প্রতিবাদে ফ্রান্সের সর্বত্র বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহই অভিজাত বিদ্রোহ নামে পরিচিত। অবশেষে রাজা ১৭৮৯ খ্রিস্টাব্দের মে মাসের মধ্যেই স্টেটস্ জেনারেল আহ্বানের প্রতিশ্রুতি দেন।
অভিজাত বিদ্রোহের গুরুত্ব
রাজতন্ত্রের মর্যাদা আঘাতপ্রাপ্ত হয়। রাজার ঈশ্বরদত্ত ক্ষমতা ও স্বৈরতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। স্টেটস্ জেনারেলের অধিবেশন আহ্বানের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়।