অপ্রচলিত শক্তি ব্যবহারের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে? |
ভারতসহ পৃথিবীর অধিকাংশ দেশেই বর্তমানে অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণগুলি হল-
(1) প্রচলিত শক্তির উৎসগুলি হল ক্ষয়িষ্ণু প্রকৃতির অর্থাৎ নিঃশেষ হয়ে যেতে পারে, কিন্তু অপ্রচলিত শক্তির উৎসগুলি সাধারণত প্রবহমান।
(2) অপ্রচলিত শক্তির উৎসগুলির ব্যবহারে পরিবেশদূষণের সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ এগুলি পরিবেশবান্ধব।
(3) অপ্রচলিত শক্তির উৎসগুলি সহজলভ্য।
(4) প্রাথমিক পর্বে শক্তি উৎপাদন করতে গেলে মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও পরবর্তীকালে এর রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত কম। এর জন্য কাঁচামাল কেনার প্রয়োজন খুব একটা হয় না।
(5) দুর্গম বা প্রত্যন্ত অঞ্চলে ছোটো স্কেলে গড়ে তোলা বেশ সুবিধাজনক।