অতিরিক্ত জলসেচের অসুবিধা বা কুফলগুলি লেখো

অতিরিক্ত জলসেচের অসুবিধা বা কুফলগুলি লেখো
অতিরিক্ত জলসেচের অসুবিধা বা কুফলগুলি লেখো।
কৃষিতে জলসেচের গুরুত্ব অপরিসীম। [A] জলসেচের মাধ্যমে সারাবছর ফসল উৎপাদন করা যায়, ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায়। [B] প্রতিটি শস্যের প্রয়োজনমতো জলের জোগান দেওয়া যায়। ফলে শস্যের ক্ষতির আশঙ্কা কম থাকে। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত জলসেচ নানা বিপদ ডেকে আনতে পারে। যথা-

উৎপাদন হ্রাস

যে-সকল ফসলে জল কম লাগে সেখানে অতিরিক্ত জল জমলে অক্সিজেনের অভাবে ফসলের অভ্যন্তরীণ জৈব প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে, ফসলের উৎপাদন যেমন হ্রাস পায় তেমনি গুণগতমানও কমতে থাকে।

মাটির লবণতা বৃদ্ধি

কূপ-নলকূপের সেচের জলে মাটির নীচের স্তর থেকে লবণ দ্রবীভূত হয়ে মাটির ওপরের স্তরে এসে সঞ্চিত হয়। তাই জলসেচের পরিমাণ যত বৃদ্ধি পায় মাটির লবণতাও তত বাড়তে থাকে।

মাটির উর্বরতা হ্রাস

জলসেচের সাহায্যে বহু জমিতে সারাবছর চাষ করা হয়। এমনকি একই ফসল চাষ করা হয়। এর ফলে মাটির উর্বরতা হ্রাস পেতে থাকে। এ ছাড়া সেচের জলের স্রোতের আঘাতে উপরের স্তরের মাটি ক্ষয় হয়। এর ফলেও মাটির উর্বরতা হ্রাস পায়।

মাটি দূষণ সৃষ্টি

অতিরিক্ত জলসেচের জন্য মাটি দীর্ঘকাল সিক্ত থাকলে মাটিতে হাইড্রোজেন সালফাইড, বিউট্রিক অ্যাসিড প্রভৃতি বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়তে থাকে।

রোগের প্রকোপ বৃদ্ধি

জলাবদ্ধ মাটিতে বিভিন্ন ধরনের জীবাণু, ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। ফলে, উদ্ভিদের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এ ছাড়া মানবদেহে জলবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়।

ভৌমজলের সংকট

কূপ ও নলকূপের মাধ্যমে সেচের কাজে অতিরিক্ত ভৌমজল তোলার ফলে ভৌমজলস্তর অনেক নীচে নেমে যায়। ভৌমজলে আর্সেনিক দূষণের সম্ভাবনা বৃদ্ধি পায়।

নাইট্রোজেন সংশ্লেষে বাধা

কৃষিজমিতে অনেক দিন জল জমে থাকলে কেঁচো, রাইজোবিয়াম, অণুজীবেরা বাতাস থেকে •H₂ সংশ্লেষ করতে পারে না। ফলে মাটির উর্বরতা শক্তি হ্রাস পায়।

মৃত্তিকার রাসায়নিক পরিবর্তন

মৃত্তিকার ওপরে বা ভূমিভাগে বিশেষ করে কৃষিভূমিভাগে জল বেশি থাকার ফলে জলের হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটে ও মৃত্তিকা অম্লধর্মী হয়। ফলে ফসলের অণুখাদ্য গ্রহণে বাধার সৃষ্টি হয়।

Leave a Comment