180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন

180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন
180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরা হল কেন
180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরার যুক্তি হল – 
  • 180° পূর্ব ও 180° পশ্চিম দ্রাঘিমারেখা আসলে একটিই দ্রাঘিমারেখা। 
  • 180° রেখাটি মূল মধ্যরেখার (0°) ঠিক বিপরীতে অবস্থিত। অর্থাৎ, সময় যেখানে শুরু হয় তার বিপরীতে সময় শেষ হয়। 
  • রেখাটির প্রায় পুরো অংশই সমুদ্রের ওপর দিয়ে বিস্তৃত। 
  • 180° রেখাটি চারটি মহাদেশকে পৃথক করেছে। দেশ অপেক্ষা মহাদেশের সীমারেখা বরাবর তারিখ পরিবর্তন অনেক সুবিধাজনক। 
  • মূলমধ্যরেখার সঙ্গে 180° রেখা হল পূর্ব ও পশ্চিম গোলার্ধের সীমারেখা।

Leave a Comment