১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলি কী ছিল? |
ভারতের জাতীয় সংগ্রামের ইতিহাসে ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ছিল এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংঘটিত এই বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল ভারতে ইংরেজদের অর্থনৈতিক শোষণ।
১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণসমূহ
এই বিদ্রোহের পিছনে অর্থনৈতিক কারণগুলি হল–
কোম্পানির ভূমিরাজস্ব নীতি
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের বিভিন্ন অঞ্চলে অধিক পরিমাণে রাজস্ব আদায়ের জন্য বিভিন্ন প্রকার ভূমিরাজস্ব নীতি চালু করেছিল। এর ফলে ভারতের প্রাচীন জমিদার ও সাধারণ কৃষকশ্রেণি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
অতিরিক্ত কর আরোপ
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন খাদ্যদ্রব্য, গোচারণভূমি, বনাঞ্চল, পথঘাট প্রভৃতি বিভিন্ন বিষয়ের উপর কর আরোপ করে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছিল।
জীবিকাচ্যুত কর্মচারীদের অসন্তোষ
কোম্পানি দেশীয় রাজাদের রাজ্যগ্রাস করলে সেই রাজার অনুগত সৈন্য ও কর্মচারীরা কর্মচ্যুত হত। তা ছাড়া দেশীয় রাজাদের পৃষ্ঠপোষকতার অভাবে শিল্প, স্থাপত্য, সাহিত্য প্রভৃতির বিকাশ বন্ধ হয়ে গিয়েছিল।
মহাজন ও নীলকরদের শোষণ
কোম্পানির রাজস্বব্যবস্থার ফলে মহাজন শ্রেণির উদ্ভব ও তাদের শোষণ কৃষকদের ক্ষুব্ধ করেছিল। এ ছাড়া, কৃষকরা নীলকর সাহেবদের দ্বারা নির্যাতিত হত, যা তাদের গভীর রোষানলে পতিত করে। উপরোক্ত অর্থনৈতিক কারণগুলিই ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করেছিল।