হিমালয় পার্বত্য অঞ্চল অত্যধিক ভূমিকম্পপ্রবণ কেন

হিমালয় পার্বত্য অঞ্চল অত্যধিক ভূমিকম্পপ্রবণ কেন
হিমালয় পার্বত্য অঞ্চল অত্যধিক ভূমিকম্পপ্রবণ কেন?
হিমালয় পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিকম্প ঘটে। এর প্রধান কারণগুলি হল –

• পাত সঞ্চালন ও সক্রিয় পর্বত গঠন প্রক্রিয়া: 

পাত সঞ্চালন তত্ত্ব অনুযায়ী ভারতীয় পাত ও ইউরেশীয় পাতের পার্শ্বচাপের ফলে টেথিস সাগরের পলিরাশি ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। পাত দুটি বর্তমানেও গতিশীল থাকায় পর্বত গঠন প্রক্রিয়া থেমে নেই। শিলায় ভাঁজের পরিমাণ বাড়তে থাকায় হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে।

• শিলায় চ্যুতির সৃষ্টি: 

হিমালয়ে ভারতীয় পাত তিব্বতীয় পাতের ভিতর প্রবেশ করতে থাকায় পর্বত শীর্ষের শিলায় পীড়ন পুঞ্জিত হতে থাকে। পীড়ন সহ্য ক্ষমতার বাইরে গেলে শিলায় ফাটল ধরে, চ্যুতি সৃষ্টি হয় ও ভূমিকম্প ঘটে।

• সমস্থিতিক ভারসাম্যে আসার চেষ্টা : 

হিমালয় পার্বত্য অঞ্চলে সমস্থিতিক ভারসাম্যে ফিরে আসার প্রক্রিয়াগুলির জন্যও ভূমিকম্প হয়।

• ধস ও হিমানী সম্প্রপাত: 

হিমালয় পার্বত্য অঞ্চলে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট ভূমিধস এবং হিমানী সম্প্রপাতের কারণেও ভূমিকম্পের সৃষ্টি হয়।

Leave a Comment