হিমানী সম্প্রপাত প্রতিরোধের উপায়গুলি লেখো।
|
হিমানী সম্প্রপাত প্রতিরোধে নিম্নলিখিত ব্যবস্থাগুলি গ্রহণ করা যায় –
(ক) বরফাবৃত উচ্চ পার্বত্য অঞ্চলে বনভূমির প্রকৃতি, জল প্রণালী ব্যবস্থা, ঋতুকালীন বরফের পরিমাণ অনুধাবন করে হিমানী সম্প্রপাতের পূর্বাভাস দেওয়া যায়।
(খ) হিমানী সম্প্রপাতপ্রবণ পার্বত্য অঞ্চলে গাছ লাগানো উচিত।
(গ) পর্বতের খাড়া ঢালে কংক্রিটের দেয়াল নির্মাণ করে হিমানী সম্প্রপাত কিছুটা আটকানো সম্ভব।
(ঘ) হিমানী সম্প্রপাতপ্রবণ পার্বত্য ঢালে হোটেল, বসতি নির্মাণের ব্যাপারে আইন প্রণয়ন করা।
(ঙ) পার্বত্য অঞ্চলে বরফের পরিমাণ বেড়ে গেলে নির্দিষ্ট পথে চালনার চেষ্টা করতে হবে।