স্তূপ পর্বতের (Block Mountain) বৈশিষ্ট্য লেখো

স্তূপ পর্বতের (Block Mountain) বৈশিষ্ট্য লেখো
স্তূপ পর্বতের (Block Mountain) বৈশিষ্ট্য লেখো

স্তূপ পর্বতের বৈশিষ্ট্য:

• সৃষ্টি: দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উত্থিত হলে কিংবা, দুটি সমান্তরাল চ্যুতির দুই পার্শ্বস্থ অংশ বসে গেলে স্তূপ পর্বত সৃষ্টি হয়।
প্রযুক্ত বল: স্তূপ পর্বত গঠনে অনুভূমিক ও উল্লম্ব বল পরস্পর কাজ করে।
• পর্বত শীর্ষ: স্তূপ পর্বতের শীর্ষভাগ চ্যাপটা প্রকৃতির হয়ে থাকে।
• উচ্চতা : স্তূপ পর্বতের উচ্চতা মাঝারি হয়।
• ঢাল: প্রায় প্রতিটি স্তূপ পর্বত খাড়া ঢালবিশিষ্ট হয়।
• বিস্তৃতি: স্তূপ পর্বত দীর্ঘ অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না।

Leave a Comment