স্কুল থেকে সংস্কৃতচর্চা উঠিয়ে না দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কী বলেছেন

স্কুল থেকে সংস্কৃতচর্চা উঠিয়ে না দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কী বলেছেন
স্কুল থেকে সংস্কৃতচর্চা উঠিয়ে না দেওয়ার কারণ প্রসঙ্গে বক্তা কী বলেছেন?
সৈয়দ মুজতবা আলী তাঁর ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধে জানিয়েছেন, দীর্ঘদিন এদেশে সংস্কৃতচর্চা চলেছে এবং সংস্কৃত শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে। সেকালেও যে তারা স্কুলকলেজ থেকে সংস্কৃতচর্চা উঠিয়ে দিতে চাননি তার কারণ এখনও বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দের প্রয়োজন ছিল। সংস্কৃতচর্চা উঠিয়ে দিলে বাংলা তার প্রধান রসদ থেকেই বঞ্চিত হত।

Leave a Comment