সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে

সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে

সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে
সূর্যের আপাত দৈনিক গতি কাকে বলে
পৃথিবী নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে বলে আমরা প্রতিদিন সকালে সূর্যকে পূর্ব আকাশে উদয় হতে এবং বিকেলে পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি। আপাতদৃষ্টিতে সূর্যের এই চলনকে আপাত দৈনিক গতি বলে।
অবস্থা : সূর্যের আপাত দৈনিক গতির তিনটি গুরুত্বপূর্ণ অবস্থা রয়েছে- সূর্যের অবস্থান, মধ্যগগনে পূর্বাকাশে সূর্যের উদয়, পশ্চিমাকাশে সূর্যাস্ত।
গতিপথ : সূর্যের আপাত গতিপথ অর্ধবৃত্তাকার। অর্থাৎ, কৌণিক মাপ 180° ।
সময়কাল: সূর্যের আপাত দৈনিক গতির সময়কাল হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত।
বাস্তাব উপাযাগিতা : সূর্যের আপাতগতির ওপর নির্ভর করেই দিনের নানান সময়, যেমন – পূর্বাহ্ণ, মধ্যাহ্ন, অপরাহ্ণ ইত্যাদি নামকরণ করা হয়েছে।

Leave a Comment