সুনামি কী? সুনামি সৃষ্টির কারণগুলি লেখো।

সুনামি কী? সুনামি সৃষ্টির কারণগুলি লেখো
সুনামি কী? সুনামি সৃষ্টির কারণগুলি লেখো

সুনামি (Tsunami): 

সুনামি (Tsunami) একটি জাপানি শব্দ। ‘Tsu’-এর অর্থ ‘বন্দর’ ও ‘nami’-এর অর্থ ‘ঢেউ’। অর্থাৎ, সুনামি শব্দের অর্থ ‘বন্দর সংলগ্ন ঢেউ’। সাধারণত প্রবল ভূমিকম্পের ফলে সমুদ্র উপকূল বা বন্দর সংলগ্ন অঞ্চলে যে প্রবল জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, তাকে সুনামি বলে।
সুনামি সৃষ্টির প্রধান কারণগুলি হল–

• সমুদ্র তলদেশে ভূমিকম্প: 

সমুদ্রগর্ভে পাত সঞ্চালনের ফলে সৃষ্ট ভূমিকম্পের কারণে ভয়াবহ সুনামির সৃষ্টি হয়। যেমন 2004 সালের ভারত মহাসাগরের সুনামি, 2011 সালের জাপানের সুনামি।

• অগ্ন্যুৎপাত : 

সমুদ্রের মধ্যে অবস্থিত আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটলে যে কম্পন সৃষ্টি হয় তার ফলেও সুনামি সৃষ্টি হয়। যেমন– 1928 সালে ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্ট সুনামি।

• এস: 

সমুদ্র তীরবর্তী পার্বত্য এলাকায় বা বৃহদায়তন শিলায় ধসের ফলে সুনামির সৃষ্টি হয়। যেমন – 1980 সালে ফ্রান্স উপকূলে সৃষ্ট সুনামি।

• হিমানী সম্প্রপাত: 

হিমানী সম্প্রপাতে বিশাল বরফের স্তূপ সমুদ্রজলে আছড়ে পড়লে সুনামি সৃষ্টি হয়।

• উল্কাপাত: 

সমুদ্রে বড়ো উল্কাপিণ্ডের পতনের ফলে সুনামি সৃষ্টি হয়।

• ঘূর্ণিঝড়: 

প্রবল ঘূর্ণিঝড়ের ফলেও অনেক সময় সুনামির সৃষ্টি হয়।

Leave a Comment