সম্পদ সংরক্ষণ (Conservation of Resources) কাকে বলে

সম্পদ সংরক্ষণ (Conservation of Resources) কাকে বলে
সম্পদ সংরক্ষণ (Conservation of Resources) কাকে বলে?
মানব সমাজের কল্যাণের জন্য সম্পদকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে হলে সম্পদ সংরক্ষণ করা দরকার।

সম্পদ সংরক্ষণের উদ্দেশ্য: 

  • সম্পদকে দীর্ঘদিন ধরে ব্যবহার করার উদ্দেশ্যে সম্পদের যথেচ্ছ ব্যবহার বন্ধ করে তাকে সংরক্ষণের ব্যবস্থা করা; 
  • ভবিষ্যতে মানুষের সুবিধার জন্যে বর্তমানে ত্যাগ স্বীকার করা। এর ফলে বহু সংখ্যক মানুষের চাহিদা মেটানো সম্ভব হবে; 
  • সম্পদের স্থায়িত্ব বাড়ানোর উদ্দেশ্যে অপচয় নিবারণ করে সম্পদ সংরক্ষণের ব্যবস্থা করা; 
  • সম্পদের দ্রুত উৎপাদন এবং অতি ব্যবহার কমিয়ে তাকে সংরক্ষণ করা; 
  • পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক সম্পদগুলিকে তাদের নিজস্ব পরিবেশে রক্ষা করার জন্যও সম্পদ সংরক্ষণ জরুরি।

Leave a Comment