সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ আলোচনা করো।

সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ আলোচনা করো।
সমভূমি কাকে বলে? বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ আলোচনা করো।

সমভূমি: 

সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা, 300 মিটারের কম উচ্চতাবিশিষ্ট প্রায় সমতল বা সমতল ভূভাগকে সমভূমি বলে। যেমন– ভারতের গঙ্গা নদী বিধৌত সমভূমি অঞ্চল, রাশিয়ার সাইবেরিয়ান সমভূমি।

বিভিন্ন প্রকার সমভূমি সৃষ্টির কারণ: 

নিম্নলিখিত কারণে বিভিন্ন প্রকার সমভূমির সৃষ্টি হয়। যেমন –
• পলিগঠিত সমভূমি সৃষ্টির কারণ: নদী উপত্যকার দুপাশে বা মোহানায় পলি সঞ্চিত হয়ে এই সমভূমি গড়ে ওঠে। যেমন গাঙ্গেয় সমভূমি।
• বন্যাগঠিত সমভূমি বা প্লাবনভূমি সৃষ্টির কারণ: বর্ষাকালে বন্যার ফলে পলি সঞ্চিত হয়ে এই প্রকার সমভূমি সৃষ্টি করে। যেমন – ব্রহ্মপুত্র সমভূমি।
• বদ্বীপ সমভূমি সৃষ্টির কারণ: নদীর মোহানায় অতিরিক্ত পলি সঞ্চিত হয়ে মাত্রাহীন ‘ব’ আকৃতির সমভূমি গড়ে ওঠে। যেমন – গঙ্গা নদীর মোহানায় সৃষ্ট বদ্বীপ সমভূমি।
হ্রদ সমভূমি সৃষ্টির কারণ: নদীবাহিত নুড়ি, বালি, কাদা, পলি হ্রদে সঞ্চিত হয়ে হ্রদ ভরাট হয়ে গেলে হ্রদ সমভূমি গঠিত হয়। যেমন -উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার তাল সমভূমি অঞ্চল।
• লোয়েস সমভূমি সৃষ্টির কারণ: বায়ুপ্রবাহ দ্বারা মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে এই সমভূমি গড়ে তোলে। যেমন – এশিয়ার গোবি মরুভূমির বালি হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি গড়ে তুলেছে।
• লাভা সমভূমি সৃষ্টির কারণ: অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর ভিতরকার গলিত লাভা ফাটল দিয়ে বাইরে এসে আশপাশে ছড়িয়ে পড়ে লাভা সমভূমি সৃষ্টি করে। যেমন – দাক্ষিণাত্য মালভূমির উত্তর দিকের কিছু অংশ।
• হিমবাহ সমভূমি সৃষ্টির কারণ: হিমবাহের দ্বারা সঞ্চিত নুড়ি, কাঁকর জমে এই প্রকার সমভূমি সৃষ্টি হয়। যেমন – উত্তর আমেরিকার প্রেইরি সমভূমি।
• ক্ষয়জাত সমভূমি সৃষ্টির কারণ: নীচু মালভূমি বা পার্বত্য অঞ্চল বহু বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সমপ্রায়ভূমির সৃষ্টি করে। যেমন ভারতের ছোটোনাগপুর মালভূমির কোনো কোনো অংশ।
• ভূ-আন্দোলনজাত সমভূমি সৃষ্টির কারণ: (i) অনেক সময় ভূ-আন্দোলনের ফলে ভূমিভাগ বসে গিয়ে অবনত সমভূমির সৃষ্টি করে। যেমন তুরানের সমভূমি। (ii) আবার ভূ-আন্দোলনের ফলে ভূমিভাগ ঊর্ধ্বে উঠে উন্নত সমভূমির সৃষ্টি করে। যেমন ইউরেশিয়ার স্টেপ সমভূমি।

Leave a Comment