“সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল।”- কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এ কথা বলা হয়েছে? |
সৈয়দ মুজতবা আলী সংস্কৃতকে ‘আত্মনির্ভরশীল’ বলেছেন। কারণ –
(১) কোনো নতুন চিন্তা, অনুভূতি বা বস্তুর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত অন্য ভাষা থেকে ধার করার কথা না ভেবে নিজের ভাণ্ডারে তমাশ করে।
(২) এ ভাষা চেষ্টা করে দেখে নিজস্ব কোনো ধাতু বা শব্দের সামান্য পরিবর্তন ঘটিয়ে কিংবা পুরোনো ধাতু দিয়ে নতুন শব্দটি নির্মাণ করা যায় কি না।
(৩) এমন নয় যে সংস্কৃত কখনও অন্য কোনো ভাষা থেকে কোনো শব্দ গ্রহণ করেনি। কিন্তু তার পরিমাণ খুবই সামান্য। সে কারণেই মুজতবা আলী সংস্কৃতকে নিঃসংশয়ে ‘আত্মনির্ভরশীল’ ভাষা বলেছেন।