লোহাকে আধুনিক সভ্যতার শিল্প সহায়ক বলা হয় কেন

লোহাকে আধুনিক সভ্যতার শিল্প সহায়ক বলা হয় কেন
লোহাকে আধুনিক সভ্যতার শিল্প সহায়ক বলা হয় কেন
আধুনিক সভ্যতার সকল শিল্পের মূল শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে এবং এই শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল হল লৌহ আকরিক। বিভিন্ন ক্ষেত্রে এর বহুমুখী ব্যবহার ও গুরুত্বের জন্য বর্তমান যুগকে লৌহ যুগও বলে। কারণ – 
  • লৌহ আকরিক লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল যা থেকে লৌহ পিন্ড ও ইস্পাত তৈরি হয়। 
  • কাঁচা লোহার সঙ্গে ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম প্রভৃতি ধাতুর মিশ্রণ ঘটিয়ে সংকর ইস্পাত তৈরি করা হয়। যার সাহায্যে অন্যান্য সকল শিল্পের যন্ত্রাংশ তৈরি করা হয়। 
  • অতি সূক্ষ্ম পিন থেকে শুরু করে রেল ইঞ্জিন, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, বিভিন্ন ধরনের যানবাহন, গৃহ-নির্মাণের রড, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি সব কিছুই লোহা এবং ইস্পাতের সাহায্যে করা হয়। 
  • ভারী ও বৃহদায়তন শিল্প কলকারখানা গড়ে তুলতে লৌহ-ইস্পাত ব্যবহার করা হয়। 
  • রং ও বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে লোহা ব্যবহার করা হয়। এই সমস্ত কারণে আধুনিক শিল্পযুগে এর অবদান অনস্বীকার্য। লোহা ছাড়া কোনো শিল্প স্থাপন করা সম্ভব নয়, তাই লোহাকে আধুনিক শিল্প সভ্যতার সহায়ক বলা হয়।

Leave a Comment