রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যর কারণ কী

রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যর কারণ কী
রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যর কারণ কী

রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ:

1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ায় সংঘটিত রুশ বিপ্লবে বলশেভিক দল সাফল্য লাভ করেছিল। বলশেভিক দলের সাফল্যের পশ্চাতে কতগুলি কারণ ছিল। সেই কারণগুলি হল-

① অস্থায়ী সরকারের অক্ষমতা : 

কেরেনস্কির অস্থায়ী সরকার রাশিয়ার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়। এই অস্থায়ী সরকার জনমত অগ্রাহ্য করে যুদ্ধ পরিচালনা করায় সেনাদল, জনসাধারণ ও শ্রমিকদের সহানুভূতি হারায়। কৃষকদের স্বার্থে ভূমিসংস্কার বা শ্রমিকদের স্বার্থে কাজের সময় নির্দিষ্ট করা ও মজুরি বৃদ্ধি করার ক্ষেত্রেও কোনো পদক্ষেপ অস্থায়ী কেরেনস্কি সরকার গ্রহণ করেনি। ফলে সোভিয়েতগুলির মধ্যে অসন্তোষ বৃদ্ধি পায় এবং শ্রমিক, কৃষক ও সেনাবাহিনীর সমর্থন লাভ করার ফলে বলশেভিক দল সাফল্য লাভ করে।

② আন্তর্জাতিক সাহায্য থেকে বঞ্চিত রুশ সরকার:

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রুশ বিপ্লব সংঘটিত হয়। এই সময় ইউরোপের অন্যান্য দেশগুলি প্রথম বিশ্বযুদ্ধে লিপ্ত থাকায় রাশিয়ায় বিপ্লব প্রতিরোধে বা দমনে তাদের কোনো সাহায্য রুশ সরকার পায়নি। আন্তর্জাতিক সাহায্য না পাওয়ায় গণসমর্থন থেকে বঞ্চিত অস্থায়ী রুশ সরকারকে পরাজিত করা বলশেভিকদের পক্ষে সম্ভব হয়েছিল।

③ পরোক্ষভাবে বলশেভিকদের জার্মানির সহায়তা :

অস্থায়ী রুশ সরকার আন্তর্জাতিক সাহায্য থেকে বঞ্চিত হলেও পরোক্ষভাবে বলশেভিক বিপ্লবীরা আন্তর্জাতিক সহায়তা লাভ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত জার্মানি রাশিয়ার অস্থায়ী সরকারকে বিপর্যস্ত করার জন্য সেই দেশের অভ্যন্তরে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠনে আগ্রহী ছিল। তাই সুইটজারল্যান্ডে আশ্রয় গ্রহণকারী লেনিন ও বলশেভিক দলের অন্যান্য নেতৃবৃন্দকে গোপনে জার্মানির মধ্য দিয়ে রাশিয়ায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। জার্মানির সহযোগিতা রুশ বিপ্লবে লেনিনের নেতৃত্বদানের সুযোগ সৃষ্টি করেছিল।

④ বলশেভিক দলের যোগ্য নেতৃত্ব: 

রুশ বিপ্লবের সাফল্যের অন্যতম প্রধান কারণ ছিল বলশেভিক দলের জনপ্রিয়তা ও লেনিনের সুযোগ্য নেতৃত্ব। যুদ্ধের অবসান, কৃষকের হাতে জমি, শ্রমিকের আট ঘণ্টা কাজের সময় ঘোষণা করে লেনিন সেনাবাহিনী, কৃষক ও শ্রমিকের সমর্থন বলশেভিক দলের পক্ষে নিয়ে যান। লেনিনের নেতৃত্বে সর্বস্তরের শোষিত বিক্ষুব্ধ জনগোষ্ঠীর সমর্থন পাওয়া বলশেভিক বিপ্লবের সাফল্যের পটভূমি প্রস্তুত করেছিল।

মূল্যায়ন: 

রাশিয়ার অভ্যন্তরে বিপ্লব বিরোধী যেসব প্রতিক্রিয়াশীল শক্তি ছিল তাদের মধ্যে আদর্শগত মিল ছিল না। সুতরাং, বিপ্লব বিরোধী হলেও ঐক্যবদ্ধ না হওয়ায় তারা কোনো শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়নি। ফলে লেনিনের নেতৃত্বে বলশেভিক দল বিপ্লব বিরোধী শক্তিগুলিকে ধ্বংস করে সাফল্য লাভ করেছিল।

Leave a Comment