রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যর কারণ কী |
রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ:
1917 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে রাশিয়ায় সংঘটিত রুশ বিপ্লবে বলশেভিক দল সাফল্য লাভ করেছিল। বলশেভিক দলের সাফল্যের পশ্চাতে কতগুলি কারণ ছিল। সেই কারণগুলি হল-
① অস্থায়ী সরকারের অক্ষমতা :
② আন্তর্জাতিক সাহায্য থেকে বঞ্চিত রুশ সরকার:
প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে রুশ বিপ্লব সংঘটিত হয়। এই সময় ইউরোপের অন্যান্য দেশগুলি প্রথম বিশ্বযুদ্ধে লিপ্ত থাকায় রাশিয়ায় বিপ্লব প্রতিরোধে বা দমনে তাদের কোনো সাহায্য রুশ সরকার পায়নি। আন্তর্জাতিক সাহায্য না পাওয়ায় গণসমর্থন থেকে বঞ্চিত অস্থায়ী রুশ সরকারকে পরাজিত করা বলশেভিকদের পক্ষে সম্ভব হয়েছিল।
③ পরোক্ষভাবে বলশেভিকদের জার্মানির সহায়তা :
অস্থায়ী রুশ সরকার আন্তর্জাতিক সাহায্য থেকে বঞ্চিত হলেও পরোক্ষভাবে বলশেভিক বিপ্লবীরা আন্তর্জাতিক সহায়তা লাভ করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত জার্মানি রাশিয়ার অস্থায়ী সরকারকে বিপর্যস্ত করার জন্য সেই দেশের অভ্যন্তরে সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠনে আগ্রহী ছিল। তাই সুইটজারল্যান্ডে আশ্রয় গ্রহণকারী লেনিন ও বলশেভিক দলের অন্যান্য নেতৃবৃন্দকে গোপনে জার্মানির মধ্য দিয়ে রাশিয়ায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল। জার্মানির সহযোগিতা রুশ বিপ্লবে লেনিনের নেতৃত্বদানের সুযোগ সৃষ্টি করেছিল।