রুশ বিপ্লবের কারণ গুলি লেখ |
রুশ বিপ্লবের কারণ:
1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পশ্চাতে বিভিন্ন কারণ দায়ী ছিল। এগুলি হল-
কৃষক অসন্তোষ:
কৃষকদের অসন্তোষ রুশ বিপ্লবের অন্যতম একটি প্রধান কারণ ছিল। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার অবসান ঘটলেও কৃষকরা প্রকৃত অধিকার পায়নি। তারা জমিদারদের কবল থেকে মুক্ত হয়ে ‘মির’ নামক গ্রাম্য সমিতির কবলে গিয়ে পড়ে। ফলে কৃষক অসন্তোষ জারতন্ত্রের ভিত্তি দুর্বল করেছিল।
শ্রমিক অসন্তোষ :
রাশিয়ায় শিল্পায়নের ফলে শ্রমিক শ্রেণির উদ্ভব ঘটে এবং শিল্পের প্রসারের সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যাও বৃদ্ধি পায়। ইউরোপের অন্যান্য দেশের মতো রাশিয়াতেও অবাধে শ্রমিক শোষণ চলতে থাকে। কম মজুরিতে তাদের দীর্ঘসময় কাজ করতে হত। তা ছাড়া কাজের কোনো নিরাপত্তা তাদের ছিল না। শ্রমিক শ্রেণির আবেদন-নিবেদনে কর্ণপাত না করে জারতন্ত্র শ্রমিকদের বিক্ষুব্ধ করে তুলেছিল। 1917 খ্রিস্টাব্দের বিপ্লবে বিক্ষুব্ধ শ্রমিক শ্রেণি প্রধান ভূমিকা নিয়েছিল।
মার্কসবাদের প্রভাব :
মার্কস সমাজতান্ত্রিক রাশিয়ার শোষিত, নির্যাতিত শ্রমিকদের বিপ্লবে অনুপ্রাণিত করেছিল। তারা স্বৈরতন্ত্রের উচ্ছেদ করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অনুপ্রাণিত হয়েছিল।
সংখ্যালঘু জাতিগুলির অসন্তোষ:
স্বৈরাচারী জারতন্ত্র ব্যক্তিস্বাধীনতা এবং সংখ্যালঘু জাতিগুলির অধিকার খর্ব করায় জারতন্ত্রের বিরুদ্ধে রুশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সংখ্যালঘু জাতিগুলি বিক্ষুব্ধ হয়েছিল। এর ফলে সাম্রাজ্যের বন্ধন শিথিল হয়ে বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করেছিল।
সেনাবাহিনীর বিক্ষোভ:
প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার যোগদানের ফলে শ্রমিক ও কৃষকদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়। উপযুক্ত সামরিক শিক্ষা ও উন্নত সমরাস্ত্র ছাড়াই এই সকল রুশ সৈনিকদের যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হত। ফলে যুদ্ধক্ষেত্রে অসংখ্য সৈনিকের মৃত্যু সামরিক বাহিনীর মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। রাশিয়ায় জারতন্ত্রের বিরুদ্ধে শ্রমিক-কৃষকের বিক্ষোভের সঙ্গে সেনাবাহিনীর বিক্ষোভ যুক্ত হয়ে বিপ্লবকে অনিবার্য ও ত্বরান্বিত করে।
স্বৈরাচারী জারতন্ত্র :
রাশিয়ায় জার সরকারের দুর্নীতি ও নির্মম অত্যাচার জনগণের কাছে অসহনীয় হয়ে উঠেছিল। শ্রমিক, কৃষক, সংখ্যালঘু জাতিগোষ্ঠী, বুদ্ধিজীবী শ্রেণি এমনকি সেনাবাহিনীর মধ্যেও অসন্তোষ দেখা দেওয়ায় রাশিয়ায় বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল।
লেনিনের নেতৃত্ব:
লেনিনের সময় উপযোগী নেতৃত্ব ও রণকৌশল বিপ্লবী সংগঠনের অন্যতম কারণ ছিল। লেনিন ও বলশেভিক দলের যোগ্য নেতৃত্ব সর্বস্তরের অসন্তোষকে সংগঠিত করে বিপ্লবে পরিণত করেছিল।
উপসংহার:
উক্ত কারণগুলির ফলস্বরূপ 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব সংঘটিত হয়েছিল। সার্বিকভাবে বলা যায় সমসাময়িক সময়ে সেদেশের আর্থসামাজিক তথা রাজনৈতিক পরিস্থিতি স্বৈরাচারী জারতন্ত্রের বিরুদ্ধে রুশ জনগণকে বিপ্লবের পথে এগিয়ে নিয়ে গিয়েছিল। যার সূত্র ধরে রাশিয়ায় পরিবর্তনের সূচনা ঘটে।