রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে।”—এই বক্তব্যের সমর্থনে রচনাকার কী কী উদাহরণ দিয়েছেন

রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে।”—এই বক্তব্যের সমর্থনে রচনাকার কী কী উদাহরণ দিয়েছেন
 রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে।”—এই বক্তব্যের সমর্থনে রচনাকার কী কী উদাহরণ দিয়েছেন?
 ‘নব নব সৃষ্টি’ প্রবন্ধাংশের রচনাকার সৈয়দ মুজতবা আলী বলেছেন, রচনার ভাষা হয় তার – বিষয়বস্তু অনুযায়ী। এই মন্তব্যের স্বপক্ষে তিনি দেখিয়েছেন–
(১) শংকর দর্শনের আলোচনার ভাষা সংস্কৃত শব্দবহুল শুধুমাত্র তার বিষয়বস্তুর জন্য। 
(২) কোনো মোগলাই রেস্তোরাঁর বর্ণনার সময় আরবি-ফারসি মিশ্রিত কথ্যরীতি লক্ষ করা যাবে। 
(৩) আবার, ‘বসুমতী’ পত্রিকার সম্পাদকীয় বিভাগ যেমন গাম্ভীর্যপূর্ণ ভাষায় রচিত, তেমনই ‘বাঁকা চোখ’ বিভাগের সরস আলোচনামূলক প্রবন্ধের ভাষা কিন্তু হত চটুলতাপূর্ণ।

Leave a Comment