মেরু অঞ্চলে ঋতুপরিবর্তন না হওয়ার কারণ কী অথবা, মেরু অঞ্চলে সর্বদা শীতকাল বিরাজ করে কেন

মেরু অঞ্চলে সর্বদা শীতকাল বিরাজ করে কেন
মেরু অঞ্চলে সর্বদা শীতকাল বিরাজ করে কেন
সূর্য পরিক্রমার সময় পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে 661/½° কোণে হেলে অবস্থান করায় 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত সুমেরু অঞ্চলে ছয়মাস ক্রমাগত দিন ও কুমেরু অঞ্চলে রাত্রি থাকে। আবার 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ পর্যন্ত সুমেরু অঞ্চলে ছয়মাস রাত্রি ও কুমেরু অঞ্চলে ছয়মাস দিন থাকে। মেরু অঞ্চলে 6 মাস দিন থাকাকালীন সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পতিত হয়। ফলে, 6 মাস দিন থাকলেও সূর্যরশ্মি ভূপৃষ্ঠকে যতটা উত্তপ্ত করে, দীর্ঘ 6 মাস রাত্রিকালীন সময়ে তার থেকে অনেক বেশি তাপ বিকিরণ করে। তাই মেরু অঞ্চলে সর্বদাই স্বল্প উন্নতার প্রাধান্য পরিলক্ষিত হয়। যদিও গ্রীষ্মকালে তুলনামূলকভাবে শীতের প্রকোপ কিছুটা কমে যায়। মেরু অঞ্চলে তাই সবসময়েই শীত, কখনো একটু কম, কখনো খুব বেশি থাকে। তাই এই অঞ্চলে ঋতুপরিবর্তন বিশেষ উল্লেখযোগ্য নয়।

Leave a Comment