মূলমধ্যরেখা (Prime Meridian) কাকে বলে? মূলমধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো

মূলমধ্যরেখা (Prime Meridian) কাকে বলে? মূলমধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো
মূলমধ্যরেখা (Prime Meridian) কাকে বলে? মূলমধ্যরেখার গুরুত্ব উল্লেখ করো

মূলমধ্যরেখা (Prime Meridian): 

পৃথিবীতে কল্পিত যে দ্রাঘিমারেখাটি লন্ডনের নিকটবর্তী গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তর-দক্ষিণে বিস্তৃত হয়েছে তাকে মূলমধ্যরেখা (Prime Meridian) বলে। মূলমধ্যরেখাটি পৃথিবীতে স্থলভাগের প্রায় মধ্যভাগ দিয়ে সম্প্রসারিত, এবং এই রেখার মান ০°।

মূলমধ্যরেখার গুরুত্ব: 

  • মূলমধ্যরেখা এবং এর বিপরীত দিকে দ্রাঘিমারেখা যোগ করলে একটি পূর্ণবৃত্ত বা মহাবৃত্ত পাওয়া যায় এবং এর সাহায্যে পৃথিবীকে দুটি গোলার্ধে ভাগ করা যায় – পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ। 
  • ভূপৃষ্ঠের যে-কোনো স্থান কোন্ গোলার্ধে অবস্থিত এবং কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থান করছে তা মূলমধ্যরেখার সাহায্যে জানা যায়। 
  • অনেকসময় কাজের সুবিধার জন্য মূলমধ্যরেখার স্থানীয় সময়কে সারা পৃথিবীর সময় বা গ্রিনিচ প্রমাণ সময় হিসেবে ধরা হয়।

Leave a Comment