মানবজীবনে সমভূমির প্রভাব আলোচনা করো |
মানবজীবনে সমভূমির প্রভাব অপরিসীম। যেমন–
• কৃষিকাজ:
সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলেই হয়ে থাকে। এই অঞ্চলে প্রচুর পরিমাণে ধান, গম, তৈলবীজ, পাট, ডালজাতীয় শস্য, আখ, আলু, শাকসবজির চাষ হয়ে থাকে। এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ। যেমন- গাঙ্গেয় ব-দ্বীপ সমভূমি কৃষিকাজে উন্নত।
• পশুপালন:
কৃষিকাজের পাশাপাশি এখানকার অধিবাসীদের অপর জীবিকা পশুপালন। তাঁরা সাধারণত গবাদিপশু, গোরু, মোষ, ছাগল প্রভৃতি গবাদী পশু পালন করে থাকেন এবং দুধ, চামড়া ও অন্যান্য পশুজাত দ্রব্য বিক্রয় করে অর্থ উপার্জন করেন। যেমন- ওশিয়ানিয়ার মারে-ডার্লিং সমভূমিতে পশুপালন খুবই উন্নত।
• শিল্প:
শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, উন্নত পরিবহণ ব্যবস্থা, ঘনবসতি, চাহিদাযুক্ত বাজার সমভূমি অঞ্চলে থাকায় এখানে ধাতব এবং কৃষিভিত্তিক উভয় প্রকার শিল্পই স্থাপিত হতে দেখা যায়। যেমন- জাপানের কান্টো সমভূমিতে টোকিও-ইয়োকোহমা শিল্পাঞ্চল গড়ে উঠেছে।
• উন্নত পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা:
অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে সমভূমি অঞ্চলে উন্নতমানের সড়কপথ ও রেলপথসহ জলপথ ও বিমানপথ গড়ে উঠেছে। ফলে, সহজেই দেশ-বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। যেমন- উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলটিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিশেষ সুবিধা আছে।
• জীবনধারণের জন্য অনুকূল পরিবেশ:
পৃথিবীর প্রায় 90% লোক জীবনধারণের পক্ষে অনুকূল প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ থাকার জন্য সমভূমি অঞ্চলে বাস করে।
• শহর পত্তন :
সুদূর অতীতকাল থেকেই ব্যাবসাবাণিজ্যের সুবিধাসহ অন্যান্য সুযোগসুবিধা মানুষকে সমভূমি অঞ্চলে শহর পত্তনে উৎসাহী করেছে। যেমন- কলকাতা, বারাণসী, এলাহাবাদ প্রভৃতি।
এই সমস্ত কারণে পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমিতে বসবাস করে।