মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন? |
ভূমিকা
১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সাবলীল। এই আন্দোলনে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও তার মধ্যে সর্বাধিক মাত্রায় নজর কেড়েছিল ভারতীয় নারীরা। গান্ধিজির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের শিক্ষিত নারীদের পাশাপাশি সাধারণ নারীসমাজও দেশের স্বাধীনতার জন্য নিজেদের উৎসর্গ করেন।
মাতঙ্গিনী হাজরার ভূমিকা
ভারত ছাড়ো আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী মাতঙ্গিনী হাজরা। ইতিহাসে তিনি ‘গান্ধিবুড়ি’ নামে বিশেষভাবে স্মরণীয়।
পূর্ব পরিচয়
১৯৪২-এর আন্দোলনে অংশগ্রহণকারী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার জন্ম হয় ১৮৬৯ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার এক কৃষক পরিবারে। স্বল্প বয়সে তিনি বিধবা হন।
আন্দোলনে অংশগ্রহণ
বঙ্গভঙ্গবিরোধী স্বদেশি আন্দোলন এবং আইন অমান্য আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অংশগ্রহণ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। এসময় ৬ মাসের জন্য তিনি কারাবরণও করেছিলেন।