মহাবৃত্ত বলতে কী বোঝ |
সংজ্ঞা:
কোনো গোলকের পৃষ্ঠে অঙ্কিত যে বৃত্তের কেন্দ্রবিন্দু ওই গোলকের কেন্দ্রবিন্দুর সঙ্গে একই বিন্দুতে অবস্থান করে, তাকে বলা হয় মহাবৃত্ত।
বৈশিষ্ট্য:
মহাবৃত্ত হওয়ার জন্য নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকা প্রয়োজন–
(ক) মহাবৃত্তই হল সর্ববৃহৎ বৃত্ত যার তুলনায় বড়ো কোনো বৃত্ত গ্লোবে আঁকা যায় না।
(খ) মহাবৃত্ত বরাবর গোলককে কাল্পনিক ভাবে কাটলে গোলক সমান দুভাগে ভাগ হবে।
(গ) ভূগোলকের কেন্দ্র ও মহাবৃত্তের কেন্দ্র সবসময় এক বিন্দুতে অবস্থান করবে।
উদাহরণ : পৃথিবীর অক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখার এই তিনটি বৈশিষ্ট্য বর্তমান বলে নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। আবার পরস্পর বিপরীত দুটি দ্রাঘিমারেখা যুক্ত করলেও একটি মহাবৃত্ত পাওয়া যায়।