মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হওয়ার পশ্চাতে কারণগুলি কী ছিল

মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হওয়ার পশ্চাতে কারণগুলি কী ছিল
মহাদেশীয় অবরোধ প্রথা ব্যর্থ হওয়ার পশ্চাতে কারণগুলি কী ছিল?

ভূমিকা

নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করে তাকে বাণিজ্যিক তথা অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিতে চেয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ইংল্যান্ডের তুলনায় ফ্রান্সের পক্ষে অধিক ক্ষতিকর প্রমাণিত হয়েছিল। এই ব্যবস্থা ব্যর্থ হওয়ার পশ্চাতে একাধিক কারণ দায়ী ছিল।

ইংল্যান্ডে উৎপাদিত পণ্যের চাহিদা

ইংল্যান্ডে উৎপাদিত চিনি, কফি, চা, বস্ত্র প্রভৃতি সামগ্রীর ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক চাহিদা ছিল। ফ্রান্সের পক্ষে এ জাতীয় উন্নত পণ্যাদি ইউরোপের বাজারে রপ্তানি করা সম্ভব ছিল না। এই কারণে চোরাচালানকারীদের মাধ্যমে গোপনে অধিক মূল্যে বিভিন্ন দেশকে ইংল্যান্ডের পণ্য আমদানি করতে হত। ফলে এই সকল দেশের জনগণ নেপোলিয়ানের প্রতি ক্ষুব্ধ হয়।

ব্রিটিশ পণ্যাদির ফ্রান্সে আমদানি

ফ্রান্স ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ জারি করলেও গোপনে ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করত। নেপোলিয়ান স্বয়ং সেনাবাহিনীর জন্য কোর্ট ও জুতো ইংল্যান্ড থেকে আমদানি করতেন।

ফরাসি নৌশক্তির অভাব

নেপোলিয়ানের সৈন্যবাহিনী ‘আর্মাডা’ প্রায় অপ্রতিরোধ্য হলেও ফরাসি নৌবহর অনুরূপ শক্তিশালী বা বৃহৎ ছিল না। ফলে ফরাসি নৌবহরের পক্ষে বিশাল ইউরোপীয় উপকূলে নজরদারি করা সম্ভব ছিল না।

শক্তিশালী ব্রিটিশ নৌবহর

নেপোলিয়ান ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করলে ইংল্যান্ডও ফ্রান্সের বিরুদ্ধে ‘অর্ডার্স-ইন-কাউন্সিল’ নামে অবরোধ ঘোষণা করে। ইংল্যান্ড তার শক্তিশালী নৌবহরের মাধ্যমে এই অবরোধ সফল করতে সক্ষম হয়।

Leave a Comment