ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণগুলি আলোচনা করো। |
ভূমিকম্প (Earthquake):
কোনও প্রাকৃতিক বা কৃত্রিম কারণে সংঘটিত ভূ-আলোড়ন তরঙ্গ সৃষ্টির মাধ্যমে ভূপৃষ্ঠকে যখন ক্ষণিকের জন্য কম্পিত করে, তাকেই ভূমিকম্প বলে।
প্রাকৃতিক কারণ :
• ভূত্বকীয় পাতের সঞ্চালন:
পৃথিবীর ভূত্বক যে বড়ো সাতটি ও ছোটো কুড়িটি পাত নিয়ে গঠিত সেগুলির বিভিন্ন দিকে সঞ্চালনই ভূমিকম্পের প্রধান কারণ। পৃথিবীর ভূমিকম্পপ্রবণ অঞ্চলগুলি পাত সীমান্তে অবস্থিত।
• নবীন ভঙ্গিল পর্বতের উত্থান:
গিরিজনি আলোড়নের প্রভাবে প্রবল পার্শ্বচাপে নবীন ভঙ্গিল পর্বতের উত্থান ঘটে চলেছে এবং এর জন্য শিলাচ্যুতি ঘটে থাকে, যা ওই অঞ্চলে ভূমিকম্প সৃষ্টির কারণ।
• অগ্ন্যুদ্গম:
আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুদ্গমের সময় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং প্রচুর গ্যাস ও লাভার নিঃসরণের জন্য ভূমিকম্পের সৃষ্টি হয়।
• পৃথিবীর সংকোচন:
পৃথিবী তাপ বিকিরণের মাধ্যমে ক্রমশ শীতল ও সংকুচিত হচ্ছে। ফলে ভূত্বকের শিলাস্তরে টান ও পীড়নের সৃষ্টি হয়। এজন্য পৃথিবীর দুর্বল অংশে ফাটল দেখা দেয় যা ভূমিকম্প সৃষ্টির অন্যতম কারণ।
• ধস ও হিমানী সম্প্রপাত:
পার্বত্য অঞ্চলে ধস নামলে ও হিমানী সম্প্রপাত হলেও ভূমিকম্পের সৃষ্টি হয়।
• উল্কাপাত:
বৃহদাকৃতির উল্কাপিণ্ড ভূপৃষ্ঠে সজোরে আছড়ে পড়লে ভূমিকম্পের সৃষ্টি হতে পারে।
কৃত্রিম কারণ :
• পারমাণবিক বিস্ফোরণ :
পরীক্ষা-নিরীক্ষার জন্য ভূগর্ভে শক্তিশালী পারমাণবিক বোমা ফাটালে পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে।
• ডিনামাইট বিস্ফোরণ :
খনিজ সম্পদের অনুসন্ধান এবং পার্বত্য অঞ্চলে নানাবিধ নির্মাণমূলক কাজের জন্য ডিনামাইট বিস্ফোরণ ঘটানো হয়। তাই ওই অঞ্চলে ভূমিকম্প সৃষ্টি হতে পারে।