ভারতে সভাসমিতির যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো |
সভাসমিতির যুগ
ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায়ে শাসন ও শোষণের প্রতিক্রিয়ায় কৃষক বিদ্রোহ ঘটে। পাশ্চাত্য শিক্ষাপ্রসারের ফলে এদেশে একটি শিক্ষিত শ্রেণি গড়ে ওঠে, তারা নিজেদের দাবি আদায়ের জন্য বিভিন্ন সভাসমিতি গড়ে তোলেন। উনিশ শতকের দ্বিতীয় ভাগে ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে এইসব সভাসমিতি গড়ে ওঠার জন্য ড. অনিল শীল এই সময়কে সভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন।
বৈশিষ্ট্য
এই যুগের বৈশিষ্ট্যগুলি হল–
ঐক্যভাব
এদেশের শিক্ষিত শ্রেণি গোষ্ঠীস্বার্থ রক্ষায় আগ্রহী ছিল। ইংরেজ শাসনে তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য তারা নিজেদের মধ্যে ঐক্যভাব বজায় রাখে।
এলিট চরিত্র
এলিট বলতে শিক্ষাদীক্ষায় আলোকিত শ্রেণিকে বোঝায়। এ যুগের সভাসমিতিতে সদস্যরূপে কোনো সাধারণ মানুষ ছিল না। সবাই ছিল মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণির প্রতিনিধি।
রাজনৈতিক চেতনা
ইংরেজ সরকারের শাসন, কর ও মুদ্রাস্ফীতি, শোষণ ও বৈষম্য মধ্যবিত্ত শ্রেণির দৃষ্টি আকর্ষণ করে। সভাসমিতিগুলি তখন গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থের কথা ভাবতে শুরু করে।
শিক্ষার প্রসার
ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের সূত্রে এদেশে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণির জন্ম হয়। এরা আধুনিক গণতান্ত্রিক ভাবধারার সঙ্গে পরিচিত ছিল। প্রথমদিকে এই শ্রেণি ব্রিটিশ শাসনের অন্ধ সমর্থক ছিল, কিন্তু পরে তাদের মোহভঙ্গ হয়।
মন্তব্য
সভাসমিতিগুলির নেতৃত্বে ছিল জমিদার শ্রেণি। পরে ইংরেজি-শিক্ষিত সরকারি পেশাজীবী মধ্যবিত্ত শ্রেণি এই সভাসমিতিগুলির নেতৃত্ব দেয়। ক্রমে তাদের আন্দোলনের অভিমুখ গোষ্ঠীস্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয়তাবাদের পথ অনুসরণ করে।
FAQs On – সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
সভাসমিতির যুগ বলতে কী বোঝ?
ভারতীয়দের মধ্যে সংঘবদ্ধতার চেতনা ও রাজনৈতিক জাগরন থেকে সমগ্র উনিশ শতক জুড়ে ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য ছোট ছোট সভা সমিতি গড়ে উঠেছিলো। এইজন্য ঐতিহাসিক অনীল শীল উনিশ শতককে “সভা সমিতির যুগ” বলে আখ্যাযিত করেছেন।
উনিশ শতককে কেন সভাসমিতির যুগ বলে?
পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে উনিশ শতকে বাংলা তথা গােটা ভারতবর্ষে জাতীয় চেতনার উন্মেষ ও বিকাশের ফলে বেশ কিছু রাজনৈতিক সভা ও সমিতি গড়ে ওঠে। তাই কেমব্রিজ ঐতিহাসিক ড. অনিল শীল উনিশ শতককে সভাসমিতির যুগ বলে অভিহিত করেছেন।
সভা সমিতির যুগ কোন সময়কে বলা হয়?
সভা সমিতির যুগ উনিশ শতককে সময়কে বলা হয়।
সভা সমিতির যুগ কথাটি কে বলেছেন?
সভা সমিতির যুগ কথাটি ড. অনিল শীল বলেছেন।