ভারতে প্রায়ই খরা ও বন্যার কারণ কী

ভারতে প্রায়ই খরা ও বন্যার কারণ কী
ভারতে প্রায়ই খরা ও বন্যার কারণ কী
ভারত মৌসুমি জলবায়ুর দেশ, যেখানে এই মৌসুমি বায়ু খুবই খামখেয়ালি ও অনিশ্চিত চরিত্রের হয়। তাই এখানে যখন স্বাভাবিকের তুলনায় যথেষ্ট কম বৃষ্টিপাত ঘটে, তখন খরার (Drought) সৃষ্টি হয়, আবার অতিরিক্ত বৃষ্টিপাত ঘটলে বন্যার (Flood) সৃষ্টি হয়। বিষয়টির ব্যাখ্যা নিম্নরূপ —

মৌসুমি জলবায়ুতে খরার কারণ:

(ক) বর্ষার বৃষ্টি স্বাভাবিক সময়ের তুলনায় দীর্ঘ বিলম্ব করে নামলে, (খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দুর্বল প্রকৃতির হলে, (গ) আর্দ্র মৌসুমি বায়ুর ঘনীভবনের পরিবেশ না থাকলে, (ঘ) বনভূমি ও জলভাণ্ডার ক্রমশ হ্রাস পেলে খরার সৃষ্টি হয়।

মৌসুমি জলবায়ুতে বন্যার কারণ: 

(ক) স্বাভাবিক সময়ের অনেক আগে বৃষ্টি নামলে, (খ) দীর্ঘদিন ধরে একটানা বৃষ্টিপাত ঘটলে, (গ) হঠাৎ হঠাৎ স্থায়ী নিম্নচাপ ক্ষেত্রের সৃষ্টি হলে, (ঘ) নদীগর্ভ ক্রমশ পলির দ্বারা ভরাট হয়ে এলে বন্যার পরিস্থিতি তৈরি হয়।

Leave a Comment