ভারতে কয়লা উত্তোলনের সমস্যাগুলি কী
|
ভারত কয়লা উত্তোলনে পৃথিবীতে উল্লেখযোগ্য স্থান অধিকার করে (2012 সালের হিসাব অনুসারে তৃতীয়) কিন্তু ভারতে কয়লা উত্তোলনে বেশ কিছু সমস্যা দেখা যায়। যেমন-
• কয়লার গুণগত মান:
এদেশের কয়লার মান খুব উন্নত নয়। বিটুমিনাস জাতীয় কয়লাই বেশি পাওয়া যায়।
• পরিবহণ সমস্যা:
কয়লা পরিবহণের জন্য ভারতে রেলপথের ব্যবহার সবচেয়ে বেশি করা হয়। কিন্তু রেলপথে পরিবহণ কালে কয়লা চুরি বোঝাই ও খালাসের সময় অপচয় বেশি হয়। তাছাড়াও রেলপথে কয়লা পরিবহণের খরচ অনেক বেশি পড়ে।
• প্রাচীন উত্তোলন পদ্ধতি:
ভারতে কয়লা উত্তোলন পদ্ধতি এখনো অনেকটাই প্রাচীন। অধিকাংশই আন্ডার গ্রাউন্ড মাইনিং পদ্ধতির প্রয়োগের ফলে খরচ অনেক বেশি হয়। ভারতে এখনো পর্যন্ত ‘ওপেন কাস্ট পদ্ধতিতে’ কয়লা উত্তোলন খুব কম অঞ্চলেই করা হয়েছে। ভারতে এ কয়লা উত্তোলনে ‘UCG’ (Underground Coal Gasification) পদ্ধতি এখনও চালু হয়নি।
• অত্যধিক ছাই:
ভারতের অধিকাংশ কয়লা গন্ডোয়ানা ও টার্শিয়ারি যুগের হওয়ায় এতে কার্বনের পরিমাণ কম এবং দহন শক্তিও কম, ফলে ছাই বেশি।
• উপজাত দ্রব্যের সংগ্রহে প্রযুক্তির অভাব
কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য যেমন ন্যাপথলিন, বেনজিন, পিচ প্রভৃতি পাওয়া যায় যা থেকে বিভিন্ন প্রকার শিল্প গড়ে ওঠে। কিন্তু ভারতে উন্নত প্রযুক্তির অভাবে সব কয়লা থেকে ঠিকমতো উপজাত দ্রব্য সংগ্রহ করা যায় না। যেমন- কয়লা স্তরে আবন্ধ থাকা মিথেন গ্যাস সবক্ষেত্রে এখনও আহরণ করা সম্ভব হয়নি।
• শ্রমিক অসন্তোষ
কয়লা খনি অঞ্চলে প্রায়শই শ্রমিকরা বঞ্চিত হওয়ার কারণে শ্রমিক বিক্ষোভ, দ্বন্দ্ব, কর্মবিরতি, সংঘর্ষের কারণে কয়লা উত্তোলন ব্যাহত হয়।
• দুর্ঘটনা:
উন্নত প্রযুক্তি ও পরিকাঠামোর অভাবে ও দক্ষ পরিচালন ব্যবস্থার অভাবে খনিতে মাঝে মধ্যেই ধস, জল ঢুকে যাওয়া, আগুন লেগে যাওয়া, বিস্ফোরণ ইত্যাদি দুর্ঘটনার কারণে কয়লা উত্তোলন ক্ষতিগ্রস্ত হয়।
• অপচয়:
ভারতের কয়লাখনিতে আগুন লাগা, ধস, জল ঢোকা, বিস্ফোরণ, মাফিয়া দৌরাত্ম্য, চুরি ইত্যাদির কারণে প্রচুর কয়লা নষ্ট হয়।
• পরিবেশগত সমস্যা
অবৈজ্ঞানিকভাবে ভারতে কয়লা উত্তোলন করা হয় বলে, প্রচুর বনভূমি বিনষ্ট হয়, পরিবেশ দূষিত হয়, কয়লা খনি অঞ্চলে বসবাসকারী শ্রমিকগণ ও তাদের পরিবার বিভিন্ন দুরারোগ্য ব্যাধির স্বীকার হয়।
• অন্যান্য:
এছাড়াও পরিবহণের সমস্যা, মাফিয়া রাজ, প্রশাসনিক দুর্বলতা, আইন-শৃঙ্খলার সমস্যা ভারতের কয়লা উত্তোলনে গভীর প্রভাব বিস্তার করে।