ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অবদান কী

ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অবদান কী
ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অবদান কী?

ভূমিকা

ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ ধারা হল সশস্ত্র বিপ্লববাদী আন্দোলন। ভারতের জাতীয় মুক্তিসংগ্রামে বিপ্লবী আন্দোলনের অবদান অনস্বীকার্য।

ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অবদান

ভারতের স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ধারা হিসেবে বিপ্লববাদী আন্দোলনের অবদান সম্পর্কে নিম্নে আলোচনা করা হল–

উচ্চ আদর্শ ও মূল্যবোধের প্রতিষ্ঠা

স্বাধীনতা অর্জন এবং স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার- এই উচ্চ আদর্শ প্রতিষ্ঠা ছিল বিপ্লবীদের লক্ষ্য। সশস্ত্র বিপ্লবী আন্দোলনগুলি এই লক্ষ্যপূরণের জন্য বিপ্লবীদের আত্মবলিদানের দৃষ্টান্ত দেশবাসীর সামনে তুলে ধরেন। ফলে দেশবাসী স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্দীপিত হয়ে ওঠে।

বিপ্লবী আন্দোলনের গ্রহণযোগ্যতা

জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী নেতাদের কার্যাবলি জনমানসে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি। সরকারের কঠোরতা, বয়কট ও স্বদেশি আন্দোলনের ব্যর্থতা দেশের যুবসমাজকে হতাশাগ্রস্ত করে তোলে। এই প্রেক্ষাপটে সশস্ত্র বিপ্লবী আন্দোলন দেশবাসীর কাছে একান্ত গ্রহণযোগ্য হয়ে ওঠে।

আন্তর্জাতিকতা

ভারতীয় বিপ্লবীরা কর্মসূত্রে পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং তাদের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হয়েছিলেন। ফলে সশস্ত্র বিপ্লবী আন্দোলন ভারতের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক চরিত্র লাভ করে। এ ছাড়া উপনিবেশবাদের বিরোধিতায় এবং পৃথিবীর সমস্ত নিপীড়িত জাতির মুক্তির বাণী এই আন্দোলনের মধ্য দিয়ে ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

দাবি আদায়ের কৌশল

বিপ্লবীরা তাদের দাবিদাওয়া আদায়ের জন্য গতানুগতিক পদ্ধতির পরিবর্তে সশস্ত্র আন্দোলনের পথ অবলম্বন করেন। গুপ্তহত্যার মাধ্যমে ব্রিটিশ আমলাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সরকারি দাবিপূরণে বাধ্য করানোর চেষ্টা করলে আংশিকভাবে তা সফলও হয়।

প্রেরণা

বিপ্লবীদের কার্যকলাপ পরবর্তী প্রজন্মকে বিশেষভাবে প্রভাবিত করে। তাদের আদর্শই পরবর্তীকালে ভারতের জাতীয় মুক্তিসংগ্রামকে সুদৃঢ় রূপদান করেছিল।

উপসংহার

ভারতীয় স্বাধীনতা আন্দোলনে এই অসীম সাহসী বীর বিপ্লবীদের আত্মদান অমর হয়ে আছে। তাঁদের কার্যকলাপ শেষপর্যন্ত ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁদের অবদান চিরস্মরণীয়।

Leave a Comment