ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলি লেখো

ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলি লেখো
ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলি লেখো
ভারতের খরাপ্রবণ অঞ্চলগুলিকে খরার প্রবলতার ভিত্তিতে তিনভাগে ভাগ করা হয়। যেমন—

• মরু ও মরুপ্রায় অঞ্চল: 

এই অঞ্চলটি ভারতের পশ্চিম দিকে অবস্থিত। এর আয়তন প্রায় 6 লক্ষ বর্গকিমি। এই অঞ্চলটি আমেদাবাদ থেকে কানপুর, কানপুর থেকে জলন্ধর এবং জলন্ধর থেকে কচ্ছের রাণ পর্যন্ত বিস্তৃত।

• পশ্চিমঘাট পর্বাত্তর পূর্ব দিকের বৃষ্টিচ্ছায় অঞ্চল : 

এই অঞ্চলটির আয়তন 3.7 লক্ষ বর্গকিমি। কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলা এই অঞ্চলের অন্তর্গত।

• বিক্ষিপ্ত খরাপ্রবণ অঞ্চল: 

সমষ্টিগতভাবে এই অঞ্চলের আয়তন প্রায় 1 লক্ষ বর্গকিমি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া জেলা, ঝাড়খণ্ডের পালামৌ, ওড়িশার কালাহান্ডি, তামিলনাড়ুর কোয়েম্বাটুর এই অঞ্চলের অন্তর্গত।

Leave a Comment