‘ভাঙার গান’ কবিতায় সমকালীন পরাধীন ভারতবর্ষের পটভূমিকায় কবি নজরুলের যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে, তা নিজের ভাষায় লেখো। |
ভূমিকা
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না,
কবির বিদ্রোহী মানসিকতা
‘ভাঙার গান’ কবিতাতেও কবির বিদ্রোহী মানসিকতা পরিলক্ষিত। তিনি সুন্দরের পূজারি বলে সুন্দরের অপমান সহ্য করেন না। ভারতবর্ষের পরাধীনতাকেও তিনি মেনে নিতে পারেননি। তাই যেসকল বিপ্লবী অত্যাচারী ইংরেজদের কারাগারে বন্দি, তাদের উদ্দেশে তিনি যা বলেছেন, তাতে তাঁর বিদ্রোহী মানসিকতা পরিলক্ষিত–
কবির প্রতিবাদী ভাবনা
তিনি বিপ্লবীদের ‘তরুণ ঈশান’ সম্বোধন করে প্রলয় বিষাণ বাজিয়ে ধ্বংস নিশান উড়িয়ে প্রাচীন প্রাচীরকে বিনষ্ট করবার আহ্বান জানিয়েছেন। বিপ্লবীদের গাজনের বাজনা বাজানোর কথা বলেছেন, ‘পাগলা ভোলা’ সম্বোধন করে গারদগুলোকে হ্যাঁচকা টানে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছেন। কবি বলতে চেয়েছেন বিপ্লবীরা যেন ‘হৈদরী হাঁক’ দিয়ে ‘দুন্দুভি ঢাক’ কাঁধে নিয়ে মৃত্যুকে জীবনপানে ডাক দেয়। সময়ের অপচয় না করে বিপ্লবীরা যেন ভীম কারাগারের ভিত্তিভূমিকে নাড়িয়ে দেয়, ‘যত সব বন্দি-শালা’-য় আগুন জ্বালিয়ে দেয়। সমগ্র কবিতায় কবির প্রতিবাদী ভাবনার বা বিদ্রোহী মানসিকতার পরিচয় পরিলক্ষিত।