ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো

ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো

ভঙ্গিল পর্বতের (Fold Mountain) বৈশিষ্ট্য:

• সৃষ্টি: পৃথিবীর যাবতীয় ভঙ্গিল পর্বত গিরিজনি আলোড়নে সৃষ্ট অনুভূমিক পার্শ্বচাপের ফলে পলিস্তরে ভাঁজ খেয়ে সৃষ্টি হয়েছে।
• শিলা: প্রধানত পাললিক শিলা দ্বারা ভঙ্গিল পর্বত গঠিত হয়। তবে অনেক সময় ম্যাগমা অনুপ্রবেশের ফলে আগ্নেয়শিলা এবং প্রবল চাপের কারণে কিছু রূপান্তরিত শিলাও দেখা যায়।
• ভাঁজ: প্রবল পার্শ্বচাপের কারণে এই পর্বতে ঊর্ধ্বভঙ্গ, অধোভঙ্গ, প্রতিসম ভাঁজ, অপ্রতিসম ভাঁজ, ন্যাপ প্রভৃতি ভাঁজ দেখা যায়।
• উচ্চতা : অন্যান্য পর্বত অপেক্ষা ভঙ্গিল পর্বতের উচ্চতা বেশি। এই পর্বতে অসংখ্য সুউচ্চ শৃঙ্গ দেখা যায়।
• বিস্তৃতি: সুবিশাল অঞ্চল জুড়ে এই পর্বত বিস্তৃত। এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য অনেক বেশি।
• জীবাশ্ম : পাললিক শিলা দ্বারা সৃষ্টি হওয়ায় ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়।
• বিভাগ : সময়কাল অনুসারে ভঙ্গিল পর্বত দুই প্রকার। যথা– প্রাচীন ভঙ্গিল পর্বত (আরাবল্লি) ও নবীন ভঙ্গিল পর্বত (হিমালয়)।
• ভূমিকম্প: নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ।

Leave a Comment