বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো কেমন ছিল

বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো কেমন ছিল
বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো কেমন ছিল

ভূমিকা

1789 খ্রিস্টাব্দে বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ তিনটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। ওই তিনটি সম্প্রদায় যথাক্রমে- প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সম্প্রদায় নামে পরিচিত ছিল। সেই সময়ে এই তিনটি সম্প্রদায়কে কেন্দ্র করে গড়ে ওঠা ফরাসি সমাজব্যবস্থা কেমন ছিল এবার দেখে নেওয়া যাক।

প্রথম সম্প্রদায়

প্রাক্-বিপ্লব সময়ে ফ্রান্সের প্রথম সম্প্রদায়ভুক্ত ছিল যাজকরা। তারাই সমাজে সর্বাধিক সুবিধা ভোগ করত। এরা সংখ্যায় অন্য দুই সম্প্রদায়ের থেকে কম হলেও তাদের হাতে কৃষি জমির পরিমাণ ছিল অনেক। এরা ধর্মকর আদায় করলেও রাজাকে কোনো কর দিত না। ফলে এরা অত্যন্ত বিলাসবহুল জীবন কাটাত।

দ্বিতীয় সম্প্রদায়

আলোচ্য সময়ে ফ্রান্সে দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিল অভিজাতরা। সংখ্যায় এরা যাজকদের থেকে কিছু বেশি ছিল। দেশের 1/3 ভাগ কৃষিজমির অধিকারী হলেও যাজকদের মতো অভিজাতরাও রাজাকে কোনো কর দিত না। এরা ফরাসি সমাজের প্রশাসনিক ও বিচারবিভাগের গুরুত্বপূর্ণ পদে থাকত।

তৃতীয় সম্প্রদায়

ফরাসি বিপ্লবের পূর্বে তৃতীয় সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল বুর্জোয়া, কৃষক ও শ্রমজীবী মানুষরা। সেই সময়ে ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা 97 শতাংশ ছিল এই সম্প্রদায়ভুক্ত। পুঁজিপতি, শিক্ষক, ব্যবসায়ী, ডাক্তার, শিল্পী, শ্রমিক, কৃষক প্রভৃতি এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। এই সম্প্রদায়ের সদস্য সংখ্যা বেশি হলেও এরা কোনো সুবিধা পেত না। তারা রাজা, যাজক ও অভিজাতদের বিভিন্ন প্রকার কর দিত।

Leave a Comment