বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো

বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো
বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো

বিপর্যয় ব্যবস্থাপনা : 

বিপর্যয়ের সকল স্তরে গৃহীত নীতিসমূহ, প্রশাসনিক সিদ্ধান্তসমূহ এবং সংশ্লিষ্ট কার্যকলাপের সমষ্টিগত রূপকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে।

বিপর্যয় ব্যবস্থাপনার উদ্দেশ্য: 

(ক) বিপর্যয় ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হল বিপর্যয় মোকাবিলা করতে সক্ষম একটি জনগোষ্ঠী গড়ে তোলা, (খ) দুর্যোগ চিহ্নিতকরণ ও বিশ্লেষণ করা, (গ) যে-কোনো বিপর্যয়ের সময়ে দ্রুত কাজ শুরু করা, (ঘ) প্রতিবিধানমূলক নানান ব্যবস্থা গ্রহণ করা, (ঙ) সুসংহত উদ্যোগ ও প্রযুক্তি কাজে লাগিয়ে বিপর্যয়ের ঝুঁকি ও মানুষের দুর্গতি কমানো, (ছ) বিপর্যয়ের ক্ষয়ক্ষতি দ্রুত পূরণে সামাজিক ও অর্থনৈতিক সামর্থ্য গড়ে তোলা।

বিপর্যয় ব্যবস্থাপনার স্তর: 

মূলত তিনটি স্তরে বিপর্যয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজকর্মকে ভাগ করা হয়। যথা–
• বিপর্যয়ের পূর্ববর্তী কার্যকলাপ – এর মধ্যে বিপর্যয়ের ঝুঁকি মূল্যায়ন, বিপর্যয় সংক্রান্ত গবেষণা, শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি, বিপর্যয় মোকাবিলার সঠিক প্রশিক্ষণ প্রভৃতি অন্তর্ভুক্ত। 
• বিপর্যয় চলাকালীন কার্যকলাপ – ত্রাণ, উদ্ধারকার্য, আশ্রয়দান প্রভৃতি এই স্তরের কার্যকলাপ। 

• বিপর্যয় পরবর্তী কার্যকলাপ- এই পর্যায়ের মূল কাজ হল পুনর্বাসন।
এই তিন পর্যায়কে একত্রে PMR পর্যায় বলে। অর্থাৎ, (i) Preparedness বা P (প্রস্তুতিকরণ), (ii) Mitigation বা M (প্রশমন) এবং (iii) Recovery বা R (পুনরুদ্ধার)। প্রতি বছর 13 অক্টোবর দিনটিকে ‘বিপর্যয় লঘুকরণ দিবস’ হিসেবে পালন করা হয়।

Leave a Comment