বাংলাদেশে ছাপাখানা প্রতিষ্ঠার ইতিহাস লেখো

বাংলাদেশে ছাপাখানা প্রতিষ্ঠার ইতিহাস লেখো
বাংলাদেশে ছাপাখানা প্রতিষ্ঠার ইতিহাস লেখো।

পোর্তুগিজ জেসুইট মিশনারিরা প্রথম ১৫৫৬ খ্রিস্টাব্দে ভারতের বুকে গোয়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে ১৭৭৭ খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।

ছাপাখানা প্রতিষ্ঠা

গ্রাহাম শ-এর তথ্য থেকে জানা যায়, ১৭৭৭ খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। ১৮০০ খ্রিস্টাব্দের মধ্যে এর সংখ্যা দাঁড়ায় ১৭টি। একটি ছিল সরকারি। আর বাকিগুলি ছিল বেসরকারি।

মুদ্রাকর ও প্রকাশনা

গ্রাহাম শ-এর তালিকা থেকে ১৭৭০-১৮০০ খ্রিস্টাব্দের মধ্যে চার জন মুদ্রাকরের নাম পাওয়া যায়। এঁরা ছিলেন–

হিকি: জেমস অগাস্টাস হিকি কলকাতায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন ১৭৭৭ খ্রিস্টাব্দে। প্রথমে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক বিল ও বাট্টার কাগজ ছাপাতেন। এরপর ‘বেঙ্গল গেজেট’ নামে সংবাদপত্র প্রকাশ করেন ১৭৮০ খ্রিস্টাব্দে।

জন জাকারিয়া: জন জাকারিয়া কেরনিয়ানডার একজন প্রোটেস্ট্যান্ট মিশনারি ছিলেন। তিনি কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন (১৭৭৯ খ্রিস্টাব্দ)। খ্রিস্টধর্মের পুস্তিকা, বর্ষপঞ্জি, আদালতের কাগজ এখানে ছাপা হত।

বার্নার্ড মেসেনিক: বার্নার্ড মেসেনিক একজন ব্যবসায়ী ছিলেন। তিনি পিটার রিড নামে আর-এক ব্যবসায়ীর সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন ১৭৮০ খ্রিস্টাব্দে। এখান থেকেই ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ‘ইন্ডিয়া গেজেট’ প্রকাশিত হত।

চার্লস উইলকিনস: চার্লস উইলকিনস ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কেরানি ছিলেন। গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস-এর নির্দেশে তিনি হ্যালহেডের ব্যাকরণ (A Grammar Of The Bengal Language) ছাপানোর জন্য চুঁচুড়ায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। পরে এই ছাপাখানাটি সরকার অধিগ্রহণ করে।

শ্রীরামপুর মিশন প্রেস

শ্রীরামপুর ত্রয়ী (মার্শম্যান, কেরি ও ওয়ার্ড)-এর অন্যতম উইলিয়ম কেরি একটি কাঠের ছাপাখানা প্রতিষ্ঠা করেন ১৮০০ খ্রিস্টাব্দে। এখান থেকে বহু বই; দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অফ ইন্ডিয়া (Friend of India) ইত্যাদি সংবাদপত্র প্রকাশিত হয় (১৮১৮ খ্রিস্টাব্দ)।

এইভাবে ইউরোপীয় উদ্যোগে বাংলাদেশে বহু ছাপাখানা প্রতিষ্ঠিত হয় এবং বিকাশলাভ করে।

Leave a Comment