‘বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি’- সত্যের জন্য কারা, কীভাবে বেঁচে গিয়েছে কবিতা অনুসরণে ব্যাখ্যা করো

'বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি'- সত্যের জন্য কারা, কীভাবে বেঁচে গিয়েছে কবিতা অনুসরণে ব্যাখ্যা করো
‘বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি’- সত্যের জন্য কারা, কীভাবে বেঁচে গিয়েছে কবিতা অনুসরণে ব্যাখ্যা করো।

প্রসঙ্গ

‘ছন্দের জাদুকর’ সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর ‘আমরা’ কবিতায় বাঙালির গৌরবগাথা প্রকাশ করেছেন। অতীত ঐতিহ্য, গৌরব ও কীর্তির পাশাপাশি বর্তমানের উজ্জ্বল জীবনযাত্রার কথা প্রকাশ করতে করতে কবি বাঙালির ভবিষ্যৎ সম্পর্কেও অমলিন আশাবাদ প্রকাশ করেছেন। পরাধীন ভারত বাঙালিকে এই দ্বিধা ও দ্বন্দ্বময়তায় উপস্থিত করেছিল। তার সামনে উভয় সংকট প্রশ্নরূপে দেখা দিয়েছিল। তারা চিরকাল অধীনতা চায় না স্বাধীনতা? স্বাধীনতার দাবিতে অধীনতার বর্তমান অবস্থা কঠিনতর হবে, ‘অধীনতা চাই’ বলতে মিথ্যাচারণ হবে। এই উভয় সংকট থেকে পরিত্রাণ প্রসঙ্গেই প্রশ্নে দেওয়া পঙ্ক্তিটির উচ্চারণ।

ব্যাখ্যা

বাঙালি এই উভয়সংকট থেকে পরিত্রাণের জন্য সত্যকেই আশ্রয় করে বা সত্যাগ্রহী হয়, জগতের সমস্ত স্বাধীনজাতির সমকক্ষ হবার জন্য সংকল্প করে। মর্মে ও কর্মে এই সত্যাগ্রহের প্রতিজ্ঞা গ্রহণ করে সে নতুন প্রাণ পায়। সাম্য-মৈত্রী-স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয়ে, অহিংসার বাণী আশ্রয় করে সে শ্মশানসদৃশ সমাজে নব প্রাণের বীজ বপন করে। এ কথা বোঝাতেই কবি এ মন্তব্য করেছেন।

Leave a Comment