ফ্রান্সের শাসনক্ষমতা দখলে নেপোলিয়নের সাফল্যের কারণগুলি আলোচনা করো |
ভূমিকা:
বিপ্লবী ফ্রান্স সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ত্যাগ করে কেন নেপোলিয়নের স্বৈরতন্ত্রের কাছে আত্মসমর্পণ করল তা এক গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ঐতিহাসিকদের মতে, ফ্রান্সের রাজনৈতিক জগতে নেপোলিয়নের আবির্ভাব ও উত্থান একমাত্র ধূমকেতুর সঙ্গেই তুলনা করা যেতে পারে।
① সন্ত্রাসের শাসনের ভয়াবহতাঃ
(ⅰ) সন্ত্রাসের রাজত্বের রক্তাক্ত ও ভয়ংকরী রূপ সাধারণ ফরাসি জনগণের মনে বিপ্লব সম্পর্কে হতাশা জাগায়। রাইকারের মতে, ফরাসিদের মনে হয় যদি বিপ্লবের অর্থই হয় আজও রক্তপাত তবে এই শাসন রাজতন্ত্র অপেক্ষা ক্ষতিকর।
(ii) সন্ত্রাসের রাজত্বের শেষের দিকে যে থার্মিডোরীয় প্রতিক্রিয়া শুরু হয় তা বিপ্লবের মূল শিকড়গুলিকে ধ্বংস করে দেয়। ডাইরেক্টরির শাসনকালে বুর্জোয়া শ্রেণি পুনরায় ক্ষমতায় এলে সাধারণ লোক বিরক্ত অথবা উদাসীন হয়। ঠিক এমনই এক মুহূর্তে পুরোনো ব্যবস্থা, দর্শন ও বিপ্লব এই তিনের সংমিশ্রণে নেপোলিয়ান ফরাসি জাতির মর্যাদা বৃদ্ধিকারী এক উন্নত প্রশাসনের প্রতিশ্রুতি দেন।
② নেপোলিয়নের সামরিক প্রতিভা:
ফ্রান্সের সঙ্গে ইউরোপের রাজশক্তিগুলির যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে নেপোলিয়নের অসাধারণ সাফল্য জাতিকে মোহিত করে। নেপোলিয়নের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। নেপোলিয়নই ফ্রান্সের একমাত্র ত্রাণকর্তা এ কথা অনেকে ভাবতে থাকে। ডাইরেক্টরির সপক্ষে ইটালি অভিযান করে তিনি সফল হন এবং ফরাসিদের উগ্র জাতীয়তাবোধকে পরিতৃপ্ত করে নিজের উত্থানের পথ প্রশস্ত করেন।
③ বিপ্লবের আদর্শকে রক্ষা করার আশা :
যেহেতু নেপোলিয়ন ছিলেন সাধারণ পরিবারের সন্তান, তাই তাঁর শাসনে বিপ্লবের মূল পরিবর্তনগুলি রক্ষা পাবে অথচ শৃঙ্খলা ফিরে আসবে, এই আশা ফরাসি জাতিকে প্রভাবিত করে। প্রবীণ বিপ্লবী নেতা অ্যাবে সিয়েস নেপোলিয়নকে সমর্থন করলে নেপোলিয়নের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। ফ্রান্সের সেনাদলও নেপোলিয়নের উত্থানকে স্বাগত জানায়।
④ সংখ্যাগরিষ্ঠ শ্রেণির স্বার্থরক্ষা :
বাস্তববাদী নেপোলিয়ন উপলব্ধি করেন যে বিপ্লবের ফলে কৃষক ও ব্যবসায়ী শ্রেণির হাতে যেসব সুযোগ এসেছিল তারা তা বজায় রাখতে আগ্রহী। ফলে এই পরিস্থিতিকে তিনি কাজে লাগান।
⑤ সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী:
অসাধারণ ব্যক্তিত্ব ও আকাশচুম্বী উচ্চাকাঙ্ক্ষা নেপোলিয়নের সাফল্যের অন্যতম কারণ। সাধারণ সৈনিক হিসেবে জীবন শুরু করেও সম্মোহনী ব্যক্তিত্বের দ্বারা নেপোলিয়ন জনগণকে মন্ত্রমুগ্ধ করে ফেলেন। হতাশাগ্রস্ত ফরাসিদের কাছে তিনি ত্রাণকর্তা হিসেবে চিহ্নিত হন।
⑥ শাসনতান্ত্রিক সংস্কার:
প্রথম কনসাল থাকাকালীন যেসব শাসনতান্ত্রিক সংস্কার নেপোলিয়ন করেছিলেন তা ফরাসি চেতনাকে প্রভাবিত করেছিল। ফরাসি বিপ্লবের অন্যতম মূল আদর্শ সাম্যকে প্রয়োগ করলেও নিজের স্বৈরাচারী ক্ষমতা যাতে বাধাপ্রাপ্ত না হয় সেজন্য স্বাধীনতার আদর্শ বিসর্জন দেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, ফরাসি জাতি সাম্য চায়; স্বাধীনতা নয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা স্থাপন করে ও ইউরোপে ফ্রান্সের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিজের সাফল্যকে উত্তরোত্তর বৃদ্ধি করতে সচেষ্ট হন।
FAQ
প্রশ্নঃ নেপোলিয়নের সফলতার কারণ কি?
বোনাপার্ট একজন চমৎকার কৌশলবিদ হিসেবে পরিচিত ছিলেন যিনি আগুনের নিচে বীরত্ব ও সাহস, সূক্ষ্ম পরিকল্পনা এবং যুদ্ধের একটি অপ্রচলিত পদ্ধতির মাধ্যমে তার লোকদের সম্মান অর্জন করেছিলেন।
প্রশ্নঃ কত সালে নেপোলিয়ন পোপের রাজ্য দখল করেন?
১৮০৪ সালে।
প্রশ্নঃ কবে এবং কার কাছে নেপোলিয়ন চূড়ান্তভাবে পরাজিত হন?
নেপোলিয়নের বাহিনী ব্রিটিশ ও প্রুশিয়ানদের কাছে পরাজিত হয়েছিল, তার শাসনের সমাপ্তি এবং ইউরোপে ফ্রান্সের আধিপত্যের চিহ্ন হিসাবে চিহ্নিত হয়েছিল।