ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা আলোচনা করো
|
ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা
মন্তেস্ক: পেশায় আইনজীবী মন্তেস্কু ছিলেন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ও নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক।
ভলতেয়ার : ভলতেয়ার তাঁর রচনার মধ্য দিয়ে ফ্রান্সের স্বৈরাচারী সরকার ও কলঙ্কিত রোমান ক্যাথলিক চার্চকে তীব্র আক্রমণে বিপর্যস্ত করে তুলেছিলেন।
রুশো : রুশোর লেখা সামাজিক চুক্তি তত্ত্ব ফরাসি বুদ্ধিজীবী সমাজে নবচেতনার উদ্রেক করেছিল।
মাবলি : প্রগতিশীল রাজনৈতিক চিন্তার ধারক ও বাহক মাবলির আদর্শ ছিল গণতন্ত্র ও প্রজাতন্ত্র।
দিদেরো : দিদেরো ছিলেন রাষ্ট্র ও চার্চের সমালোচক।
ফিজিওক্রাট: অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা ফিজিওক্রাটদের মূল বক্তব্য ছিল, ভূমিই হল সম্পদের উৎস। অতএব সব শ্রেণির কাছ থেকেই ভূমিকর আদায় করা উচিত।
প্রভাব
আবার, অনেক ঐতিহাসিক মনে করেন, ফরাসি দার্শনিকরা সরাসরি বিপ্লবের কথা না বললেও তাঁরা প্রচলিত ব্যবস্থার সমালোচনা করে একটি ‘বিপ্লবী মানসিকতা’ তৈরি করেন। ফরাসি দার্শনিকদের মতবাদ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনমতকে প্রভাবিত করে। তাই অধিকাংশ ঐতিহাসিক মনে করেন দার্শনিকরা পরোক্ষভাবে ফরাসি বিপ্লব সংঘটনে ভূমিকা গ্রহণ করেছিলেন।