ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব প্রসঙ্গে লেখো

ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব প্রসঙ্গে লেখো
ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব প্রসঙ্গে লেখো।

ভূমিকা

1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের কিছু সময় পূর্বে সেদেশের গ্রামাঞ্চলের কৃষকদের শাস্তি দিতে রাজা এবং অভিজাতরা সেনা ও লোক-লশকর পাঠাচ্ছে-এইরূপ গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব বা মহা আতঙ্কে ফরাসি জনগণ বিভিন্নভাবে প্রভাবিত হয়েছিল।

ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব

① গুজবে প্রভাবিত ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জনগণ গ্রামগুলি থেকে প্যারিস শহরে একত্রিত হয়। এরপর তারা স্টেটস জেনারেলের সভাকক্ষ বন্ধ দেখে টেনিস কোর্টে শপথ নিয়ে বিপ্লবের প্রস্তুতি নিতে শুরু করে।

② গুজবে প্রভাবিত ফরাসি জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে। তাদের আক্রমণের তীব্রতার ফলে শেষ পর্যন্ত ওই দুর্গের পতন ঘটে।

③ মহা আতঙ্কের পর ফ্রান্সের কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। তারা জমিদার ও অভিজাতদের তাদের নিজ নিজ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করে। এ ছাড়াও বিদ্রোহী কৃষকরা জমিদার ও অভিজাতদের খামারবাড়ি ও পশুচারণভূমি দখল করে নেয়।

④ গুজবে প্রভাবিত হয়ে ক্ষুদ্ধ কৃষকদের কার্যকলাপে ফরাসি সামন্তপ্রভুরা ভীত হয়ে পড়ে। এই কারণে ওই দেশের অনেক স্থানে তারা তাদের সামন্ততান্ত্রিক অধিকারগুলি পরিত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে।

Leave a Comment