ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব প্রসঙ্গে লেখো। |
ভূমিকা
1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের কিছু সময় পূর্বে সেদেশের গ্রামাঞ্চলের কৃষকদের শাস্তি দিতে রাজা এবং অভিজাতরা সেনা ও লোক-লশকর পাঠাচ্ছে-এইরূপ গুজব ছড়িয়ে পড়ে। এই গুজব বা মহা আতঙ্কে ফরাসি জনগণ বিভিন্নভাবে প্রভাবিত হয়েছিল।
ফরাসি বিপ্লবে গুজবের প্রভাব
① গুজবে প্রভাবিত ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জনগণ গ্রামগুলি থেকে প্যারিস শহরে একত্রিত হয়। এরপর তারা স্টেটস জেনারেলের সভাকক্ষ বন্ধ দেখে টেনিস কোর্টে শপথ নিয়ে বিপ্লবের প্রস্তুতি নিতে শুরু করে।
② গুজবে প্রভাবিত ফরাসি জনগণ বাস্তিল দুর্গ আক্রমণ করে। তাদের আক্রমণের তীব্রতার ফলে শেষ পর্যন্ত ওই দুর্গের পতন ঘটে।
③ মহা আতঙ্কের পর ফ্রান্সের কৃষকরা বিদ্রোহী হয়ে ওঠে। তারা জমিদার ও অভিজাতদের তাদের নিজ নিজ অঞ্চল ত্যাগ করতে বাধ্য করে। এ ছাড়াও বিদ্রোহী কৃষকরা জমিদার ও অভিজাতদের খামারবাড়ি ও পশুচারণভূমি দখল করে নেয়।
④ গুজবে প্রভাবিত হয়ে ক্ষুদ্ধ কৃষকদের কার্যকলাপে ফরাসি সামন্তপ্রভুরা ভীত হয়ে পড়ে। এই কারণে ওই দেশের অনেক স্থানে তারা তাদের সামন্ততান্ত্রিক অধিকারগুলি পরিত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে।