ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি লেখো

ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি লেখো
ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি লেখো

ভূমিকা : 

ফরাসি বিপ্লবের জন্য যে কারণগুলি গুরুত্বপূর্ণ ছিল সেগুলির মধ্যে রাজনৈতিক কারণ ছিল অন্যতম। স্বৈরাচারী ফরাসি রাজতন্ত্রে জনগণের অভিমতের কোনো স্থান ছিল না। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে ফরাসি বিপ্লবের বিভিন্ন কারণ উঠে আসে।

ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণসমূহ:

① রাজাদের দুর্বল শাসন: 

রাজা চতুর্দশ লুই-এর সম থেকে ফ্রান্সে স্বৈরাচার চরমে ওঠে। তিনি বলতেন ‘আমিই রাষ্ট্র’। এর পরবর্তী রাজা পঞ্চদশ লুই শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে তাঁর উপপত্নীর দ্বারা প্রভাবিত ছিলেন। তাঁর প্রশাসনিক কাঠামোও দুর্নীতিমুক্ত ছিল না। ষোড়শ লুই-এর আমলে ফরাসি রাজতন্ত্র জটিল পরিস্থিতির সম্মুখীন হয়। ফলে উপরোক্ত রাজাদের দুর্বল শাসন ফরাসি বিপ্লব হওয়ার ক্ষেত্র প্রস্তুত করেছিল এ কথা বলাই যায়।

② অভিজাতদের ক্ষমতা বৃদ্ধি: 

দুর্বল শাসকদের প্রশাসনিক অদক্ষতার কারণে প্রাক্-বিপ্লব ফ্রান্সে অভিজাত সম্প্রদায়ের ক্ষমতা বৃদ্ধি পায়। ‘ইনটেনডেন্ট’ নামক এক শ্রেণির কর্মচারীরা দুনীর্তির মাধ্যমে ক্ষমতাশালী হয়ে ওঠে। পাশাপাশি রাজপুরুষরা ‘লেতর দ্য ক্যাশে’ নামক গ্রেফতারি পরোয়ানার দ্বারা যে-কোনো ব্যক্তিকে বিনা বিচারে বন্দি করে রাখতে পারত।

③ রাজপরিবারের অতিরিক্ত ব্যয়: 

ফ্রান্সের রাজপরিবারের সদস্যরা ব্যয়বহুল জীবন কাটাতে অভ্যস্ত ছিল। একদিকে যাজক, অভিজাত সম্প্রদায় রাষ্ট্রকে কোনো কর না দিলেও তারা চিন্তিত ছিল না। অন্যদিকে তৃতীয় সম্প্রদায়ের ওপর বাড়তি করের বোঝাও তাদের চিন্তিত করত না। এই পরিস্থিতিতে রাজপরিবারের সদস্যদের অতিরিক্ত খরচের সংবাদ প্রকাশ্যে আসায় দেশবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।

④ রাজস্বব্যবস্থায় অসাম্য: 

প্রাক্-বিপ্লব ফ্রান্সের প্রথম দুই সম্প্রদায়কে (যাজক ও অভিজাত) যে কর দিতে হত না-সেটা জানা সত্ত্বেও রাজারা নিশ্চুপ ছিল। অন্যদিকে তৃতীয় সম্প্রদায়কে যে অধিকাংশ কর দিতে হচ্ছে-সেটাও রাজপরিবারের অজানা থাকলেও তারা রাজস্বব্যবস্থায় সাম্য আনার কোনো প্রয়াসই করেনি।

⑤ সম্পদ বণ্টনে অসাম্য: 

ফ্রান্সের সমাজব্যবস্থায় তিন সম্প্রদায়ের মধ্যে সম্পদের বণ্টনগত অসাম্য ছিল। দেশের অধিকাংশ সম্পদ যাজক ও অভিজাতদের হাতে থাকলেও তৃতীয় সম্প্রদায়ের হাতে ছিল মাত্র 5 শতাংশ সম্পদ। সম্পদ বণ্টনে এই অসাম্যের জন্য ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়ের জনগণ সোচ্চার হয়ে ওঠে।

⑥ ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থা : 

বিপ্লবের পূর্বে ফ্রান্সের বিচারব্যবস্থা ছিল অত্যন্ত ত্রুটিপূর্ণ এবং জটিল। অধিকাংশ ক্ষেত্রে বিচারকরা অপরাধীদের থেকে ঘুষ নিয়ে মামলার বিচার করতেন। দুর্নীতিপরায়ণ বিচারপতিদের ত্রুটিপূর্ণ বিচারব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হত তৃতীয় সম্প্রদায়ের জনগণ।

মূল্যায়ন : 

ফরাসি বিপ্লব সংঘটিত হওয়ার ক্ষেত্রে অন্যান্য কারণগুলি থাকলেও রাজনৈতিক কারণ ছিল গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক ফিশারের মতে, ফরাসি বিপ্লবের জন্য একমাত্র রাজতন্ত্রই দায়ী ছিল।

Leave a Comment