ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো

ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো
ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো

ফরাসি বিপ্লব ছিল মানবজাতির আর্থসামাজিক পটপরিবর্তনের এক সফল উদাহরণ। এই বিপ্লবের আলোকে শুধু যে ফরাসি জাতি আলোকিত হয়েছিল তা নয়, সমগ্র বিশ্বের মুক্তিকামী মানুষ এই বিপ্লবের মাধ্যমে অনুপ্রেরণা পেয়েছিল।

পুরাতন ব্যবস্থার অবসান

ফরাসি বিপ্লবের ফলে সেসময়কার সমাজব্যবস্থার বৈষম্যের বিলোপ ঘটে। সমাজে সাম্যের অধিকার প্রতিষ্ঠিত হয়।

রাজতন্ত্রের বিলোপ

ফরাসি বিপ্লবের ফলে বুরবোঁ রাজতন্ত্রের ভিত আলগা হয়ে যায় এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়।

চার্চের ক্ষমতা হ্রাস

রাজতন্ত্রের ভিত আলগা হলে যাজক ও অভিজাত শ্রেণির প্রভাবপ্রতিপত্তি ক্ষুণ্ণ হয়। চার্চের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং চার্চকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়।

কৃষকদের অবস্থার পরিবর্তন

ফরাসি বিপ্লবের ফলে ফরাসি কৃষকদের অবস্থার পরিবর্তন ঘটে। কৃষকদের ওপর থেকে যাবতীয় কর তুলে দেওয়ায় কৃষকেরা মুক্তির স্বাদ পায়। যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার অধিকার স্বীকৃত হওয়ায় বহু কৃষক নিজেদের পছন্দমতো জীবিকা গ্রহণ করতে শুরু করে। যাজক ও অভিজাতদের সম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষকদের মধ্যে বিলিবণ্টন করা হয়।

জাতীয় ঐক্য

ফরাসি বিপ্লব জাতীয় ঐক্য ফিরিয়ে নিয়ে আসে। ‘এক রাজা এক রাষ্ট্র’ এই মতবাদ পরিবর্তিত হয়ে ‘এক ভাষা, এক কৃষ্টি, এক লক্ষ্য’ এই আদর্শ তৈরি হয়। সমগ্র ফ্রান্সে একই ধরনের শাসনব্যবস্থা চালু হয়। দেশের অভ্যন্তরীণ কর ব্যবস্থা তুলে দেওয়ায় প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ঐক্য গড়ে ওঠে। এই ঐক্যের প্রভাব পড়ে সেনাবাহিনীতেও।

গণতন্ত্র প্রতিষ্ঠা

ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্সে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। এত দিন ধরে চলে আসা স্বৈরতন্ত্রের জাঁতাকলে পিষ্ট হয়ে ফরাসিবাসী গণতন্ত্রের আস্বাদ পেয়ে মুক্ত জীবন শুরু করে।

ভাবজগতে পরিবর্তন

ফরাসি বিপ্লবের পর ভাবজগতে পরিবর্তন আসে। দার্শনিক, সাহিত্যিক ও শিল্পী প্রমুখরা ফরাসিদের মনোজগতের পরিবর্তন ঘটায়।

জাতীয়তাবোধের উন্মেষ

ইউরোপে ফরাসি বিপ্লবের সর্বাধিক গুরুত্বপূর্ণ ফল হল জাতীয়তাবাদের উন্মেষ ও প্রসার প্রত্যেক দেশ ও জাতি তাদের স্বতন্ত্র ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

ফরাসি বিপ্লব বিশ্বের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এই বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ইউরোপ তথা গোটা বিশ্বে বিশেষ প্রভাব বিস্তার করতে সমর্থ হয়। ফ্রান্সের শাসনব্যবস্থায় গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি শিল্প, সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রেও জোয়ার আসে।

Leave a Comment