ফরাসি বিপ্লবের আদর্শে ইউরোপের বিভিন্ন দেশ কীভাবে প্রভাবিত হয়েছিল

ফরাসি বিপ্লবের আদর্শে ইউরোপের বিভিন্ন দেশ কীভাবে প্রভাবিত হয়েছিল
ফরাসি বিপ্লবের আদর্শে ইউরোপের বিভিন্ন দেশ কীভাবে প্রভাবিত হয়েছিল

ভূমিকা: 

1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের প্রভাব বিশ্বের বিভিন্ন দেশে পড়েছিল। ইউরোপের কয়েকটি দেশও এর ব্যতিক্রম ছিল না। ইংল্যান্ড, জার্মানি, ইটালি, আয়ার্ল্যান্ড, বেলজিয়াম, হাঙ্গেরি, পোল্যান্ড, সুইটজারল্যান্ড ইত্যাদি দেশের কথা এক্ষেত্রে উল্লেখ্য।

ফরাসি বিপ্লবের আদর্শের প্রভাব:

ইংল্যান্ড: 

ফরাসি বিপ্লবের ফলে লন্ডন ছাড়াও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার প্রভৃতি শহরে ইতিবাচক প্রভাব পড়েছিল। উক্ত দুটি শহরের পাশাপাশি অন্যান্য কিছু শহরেও সংবিধানের সংস্কার হতে দেখা যায়। ফরাসি বিপ্লবের আদর্শে ইংল্যান্ডের বিভিন্ন শ্রমজীবী সংগঠন অনুপ্রাণিত হয়েছিল।

জার্মানি: 

ফরাসি বিপ্লবের প্রভাব জার্মানিতেও পড়েছিল। এর প্রভাবে জার্মানির বেশ কিছু অঞ্চলের কৃষকরা বিদ্রোহ করে। এর পাশাপাশি প্রাশিয়া ও অন্য কিছু অঞ্চলে একাধিক সমিতি গড়ে ওঠে। ফলস্বরূপ সে দেশের জনগণ ফরাসি বিপ্লবের আদর্শের সঙ্গে পরিচিতি লাভ করে।

ইটালি: 

সাম্য, মৈত্রী ও স্বাধীনতা-ফরাসি বিপ্লবের এই তিনটি আদর্শের প্রভাব ইটালিতেও পরিলক্ষিত হয়। সে দেশের পিডমন্ট, স্যাভয় অঞ্চলের বাসিন্দারা ফরাসি বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সামন্তপ্রভুদের কর দিতে অস্বীকার করে। ইটালির বিভিন্ন অঞ্চলে কৃষক বিদ্রোহও সংঘটিত হয়।

আয়ার্ল্যান্ড: 

ফরাসি বিপ্লবের আদর্শের প্রভাব আয়ার্ল্যান্ডেও দেখা যায়। এডওয়ার্ড নামক এক ব্যক্তির নেতৃত্বে সে দেশে জাতীয়তাবাদী ভাবধারার বিকাশ ঘটে। ফরাসি বিপ্লবের আদর্শে আয়ার্ল্যান্ডের কৃষক শ্রেণিও বিদ্রোহ করে। আইরিশ কৃষকদের এই বিদ্রোহ প্রথমে বিক্ষিপ্তভাবে সংঘটিত হলেও পরবর্তীকালে এই আন্দোলন সংগঠিতভাবে প্রসারিত হয়।

বেলজিয়াম: 

ফ্রান্সের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ বেলজিয়ামের জনগণকেও উদ্বুদ্ধ করেছিল। এই আদর্শের ওপর নির্ভর করে তারা কিছুদিনের জন্য অস্ট্রিয়ার অধিকার থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। ফলস্বরূপ তখন সামান্য সময়ের জন্য হলেও বেলজিয়াম যুক্তরাষ্ট্র গঠিত হয়। ফলে বেলজিয়ামবাসীদের জাতীয়তাবাদী ভাবধারা গড়ে ওঠার ক্ষেত্রে ফরাসি বিপ্লবের আদর্শের অবদানকে অস্বীকার করা যায় না।

হাঙ্গেরি: 

ফরাসি বিপ্লবের আদর্শের প্রভাব হাঙ্গেরিতেও দেখতে পাওয়া যায়। সে দেশের অভিজাতরা ম্যাগিয়ার ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানায়। পাশাপাশি তারা ফ্রান্সের মতো জনগণের অধিকারপত্র তৈরি করে। তবে সেটি সে দেশের সম্রাটের বিরোধিতায় কার্যকর হয়নি।

পোল্যান্ড: 

ফরাসি বিপ্লবের আদর্শের প্রভাব পোল্যান্ডেও পড়েছিল। সে দেশের অভিজাতরা এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে অভ্যন্তরীণ সংস্কার সাধনে পদক্ষেপ নেয়। এক্ষেত্রে পোল্যান্ডের তৎকালীন রাজতন্ত্র সবরকম সহায়তা প্রদান করে। এর ফলশ্রুতিতে কিছুদিনের মধ্যে পোল্যান্ডে একটি নতুন সংবিধান রচিত হয়। এই সংবিধান রচনার ক্ষেত্রে ফরাসি বিপ্লবের আদর্শের অবদান ছিল গুরুত্বপূর্ণ।

সুইটজারল্যান্ড: 

1789 খ্রিস্টাব্দে সংঘটিত ফরাসি বিপ্লবের আদর্শ পরবর্তীকালে সুইটজারল্যান্ডেও অনুভূত হয়েছিল। ফলস্বরূপ সেই সময় সে দেশের ক্যান্টনগুলিতে বৈপ্লবিক কার্যকলাপ বৃদ্ধি পায়। বৈপ্লবিক কার্যকলাপের কারণে পরবর্তীকালে ক্যান্টনগুলি একত্রিত হয়ে ওঠে।

মূল্যায়ন: 

ফরাসি বিপ্লবের আদর্শ এইভাবে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল। আর এটিই এই বিপ্লবের সার্থকতার প্রমাণ দেয়।

Leave a Comment