পৃথিবীর তাপ বলয়ের (Heat Zones) ওপর পরিক্রমণ গতির প্রভাব আলোচনা করো

পৃথিবীর তাপ বলয়ের (Heat Zones) ওপর পরিক্রমণ গতির প্রভাব আলোচনা করো
পৃথিবীর তাপ বলয়ের (Heat Zones) ওপর পরিক্রমণ গতির প্রভাব আলোচনা করো

পৃথিবীর তাপবলয়ের ওপর পরিক্রমণ গতির প্রভাব :

পৃথিবীর পরিক্রমণ গতির ফলে বিভিন্ন তাপবলয়ের মধ্যে উষ্ণতার পার্থক্য অনুভূত হয়। পরিক্রমণ গতির ফলেই বছরে একবার পৃথিবীর উত্তর গোলার্ধ এবং আর একবার পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের নিকটবর্তী হয়। এর ফলে যেমন ঋতুপরিবর্তন ঘটে তেমনি আবার সূর্যরশ্মির পতন কোণের পরিবর্তনের জন্য অক্ষরেখা ভেদে উষ্ণতার পার্থক্য ঘটতে দেখা যায়। এই কারণেই পৃথিবীতে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডলের মধ্যে উষ্ণতার পরিবর্তন অনুভূত হয়।
• উষ্ণমণ্ডল (Torrid Zone): নিরক্ষরেখার উভয়দিকে 23/½° উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে উষ্ণমণ্ডল অবস্থান করছে। এই অঞ্চলে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়। এখানে সারাবছর উষ্ণ-আর্দ্র জলবায়ু পরিলক্ষিত হয়।
• নাতিশীতোষ্ণমণ্ডল (Temperate Zone): উষ্ণমণ্ডল ও হিমমণ্ডলের মাঝে অর্থাৎ উভয় গোলার্ধে 23/½° উত্তর / দক্ষিণ থেকে 66½° উত্তর / দক্ষিণ পর্যন্ত অঞ্চলের মধ্যে নাতিশীতোষ্ণ মণ্ডল অবস্থিত। এই অঞ্চলে সারাবছর সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে বলে এখানে আরামদায়ক সমভাবাপন্ন জলবায়ু (খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়) দেখা যায়।
• হিমমণ্ডল (Frigid Zone): উত্তর গোলার্ধে 661/2° উত্তর থেকে 90° উত্তর (বা উত্তর মেরু) এবং দক্ষিণ গোলার্ধে 66/½° দক্ষিণ থেকে 90° দক্ষিণ (বা দক্ষিণ মেরু) পর্যন্ত অঞ্চলে হিমমণ্ডল অবস্থিত। এই অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর অধিক তির্যকভাবে পতিত হয় বলে অঞ্চলটি সারাবছর বরফে ঢাকা থাকে এবং শীতল জলবায়ু পরিলক্ষিত হয়।

Leave a Comment